ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২৭টি শর্তে সমাবেশের বদলে আলোচনা সভা করতে বিএনপিকে পুলিশের দেওয়া অনুমতিকে হাস্যকর বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি অভিযোগ করেন, সরকারের নির্দেশে এমন হাস্যকর কাজ করতে পুলিশ বাধ্য হয়েছে।বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত আলোচনা সভায় খন্দকার মোশাররফ এ কথা বলেন। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবক দল ওই আলোচনার আয়োজন করে।মোশাররফ দাবি করেন, সরকার ৭ নভেম্বরকে ভয় পায় বলে বিএনপিকে সমাবেশ করতে দিতে চায় না। ৭ নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে টার্নিং পয়েন্ট। সরকারের এই দিনকে ভয় পাওয়ার কারণ হলো যদি বিএনপি এ নিয়ে কথা বলে তাহলে নতুন প্রজন্ম আওয়ামী লীগের অতীত কর্মকা- জেনে যাবে। নতুন প্রজন্ম জেনে যাবে গণতন্ত্রে পুনরুদ্ধারে জিয়াউর রহমানের কী ভূমিকা ছিল।
খন্দকার মোশাররফ বলেন, ১৩ তারিখ বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েছে। যদি সরকার ওই দিন অনুমতি নিয়ে টালবাহানা করে তাহলে বুঝে নিতে হবে সরকারের গণতান্ত্রিক চরিত্র বলতে কিছু নেই। এটি গণতন্ত্রের জন্য শুভ হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। সোহরাওয়ার্দী উদ্যানে ১৩ নভেম্বর বিএনপির সমাবেশ নিয়ে আবারও টালবাহানা করা হলে তা গণতন্ত্রের জন্য শুভ হবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আমাদের মহাসচিব ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করার জন্য সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৩ নভেম্বর সমাবেশ করার অনুমতি চেয়েছেন। আমরা স্পষ্টভাষায় বলতে চাই, আবার যদি তারা (সরকার) টালবাহানা করে, আমাদেরকে সমাবেশ করতে না দেওয়া হয়, ধরে নিতে হবে এই সরকার সম্পূর্ণভাবে গণতান্ত্রিক চরিত্র হারিয়ে ফেলছে।এবার এটা হলে আমরা আর এই সরকারের কাছে থেকে গণতন্ত্র আশা করি না, এই সরকারের কাছে জনগণের ভোটাধিকার আশা করি না, এই সরকারের কাছে সংবাদপত্রের স্বাধীনতা আশা করি না।
খন্দকার মোশাররফ বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র প্রবর্তনের টার্নিং পয়েন্ট। সেজন্য আওয়ামী লীগ এদিনটিকে ভয় পায়, শহীদ জিয়াউর রহমানকে ভয় পায়। ৭ নভেম্বরের চেতনায় এ দেশ থেকে স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদকে সরিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।সরকার নতুন প্রজন্মকে ৭ নভেম্বর সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে ইতিহাস বিকৃত করছে বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।
সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি অ্যালবার্ট পি কস্টা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভুঁইয়া প্রমুখ।