যুক্তরাষ্ট্রের ভোট থেকে শিক্ষা নিন: হাসিনাকে বিএনপি

0
241

bnp1

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী।তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের ক্ষমতায় আছে ডেমোক্রেটিক পার্টি, কিন্তু জিতেছেন রিপালিকান পার্টির প্রার্থী। যুক্তরাষ্ট্রের জনগণ যে মতামত দিয়েছে, সেই মতামতেরই প্রতিফলন হয়েছে সেখানে। বুধবার বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী।

আমরা মনে করি, সেখান থেকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শিক্ষা নেন, তাহলে তিনি সত্য কথা বলবেন। ২০১৪ সালের ৫ জানুয়ারির যে নির্বাচন হয়েছে, তাতে বিপুল ভোটে জয়ের কথা তিনি বলেছেন, সেগুলো বলার ক্ষেত্রে আমার মনে হয়, উনার মধ্যে কিছুটা লজ্জা আসবে।রিজভী সাংবাদিকদের বলেন, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইতোমধ্যে (ট্রাম্পকে) অভিনন্দন জানিয়েছেন।আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় এক দিন আগে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা বলেন, বিশৃঙ্খলা কারা করছে? খাদিজা, মীমদের ঘটনা কারা ঘটাচ্ছে? সংখ্যালঘুদের মন্দির-উপাসনালয়, তাদের বাড়ি-ঘরে কারা হামলা চালাচ্ছে? এসব করছে শাসক দলের লোকেরাই।

সংবাদ সম্মেলনে রিজভী আগামী ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ঘোষিত সমাবেশ সফল করার প্রস্তুতির কথাও জানান।ইতোমধ্যে আমরা গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বরাবর আবেদন করছি। আমরা আশা করছি, এবার আমাদের সমাবেশ করার অনুমতি দেবে।সংবাদ সম্মেলনে বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, সেলিমুজ্জামান সেলিম, আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here