বিশ্বখ্যাত কিংবদন্তী শিল্পী ড. ভূপেন হাজারিকার ৫ম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ ০৫ নভেম্বর ২০১৬ শনিবার সন্ধ্যা ৬.০০টায় একাডেবিশ্বখ্যাত কিংবদন্তী শিল্পী ড. ভূপেন হাজারিকার ৫ম প্রয়াণে ‘মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার’ শীর্ষক সঙ্গীত সন্ধ্যায় লিয়াকত আলী লাকী ও ঢাকা সাংস্কৃতিক দলমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার’ শীর্ষক সঙ্গীত সন্ধ্যা আয়োজনে করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই বিশ্বখ্যাত কিংবদন্তী শিল্পী ড. ভূপেন হাজারিকা স্মরণে দাঁড়িয়ে ১মিনিট শ্রদ্ধা নিবেদন। এর পরে সঙ্গীত সন্ধ্যার প্রথম গানে ছিল আমি এক যাযাবর এর পরে পর্যায়ক্রমে মানুষ মানুষের জন্য, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার, আয় আয় ছুটে আয় সজাগ জনতা, চোখ ছল ছল করে ওগো মা, শরতবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে, মোরা যাত্রী একই তরণীর এবং ডব’ৎব রহ ঃযব ংধসব ইড়ধঃ ইৎড়ঃযবৎ সহ বেশকিছু সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিশুবন্ধু লিয়াকত আলী লাকী। এছাড়াও ড. ভূপেন হাজারিকার ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমি আয়োজিত ভূপেন হাজারিকার গানের কর্মশালায় প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে এদের মধ্যে থেকে বাছাইকৃত ২৫জনের সমবেত কন্ঠে আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় এবং ঢাকা সাংস্কৃতকি দলের সমবেত কন্ঠে দোলা হে দোলাসহ বেশকিছু গান পরিবেশিত হয়। ছবি সংযুক্ত।