গাজীপুর জেলাকে ব্র্যান্ডিং করার লক্ষ্যে কর্মশালা

0
250

gazipur-zela-branding-pic

বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে গৌরাবান্বিত, ঐতিহ্যবাহী ভাওয়াল রাজ বংশের বীরত্বগাঁথা, শাল গজারীর অপার সবুজ সৌন্দর্য, হাজারো শিল্প কলকারখানা সমৃদ্ধ, সবুজ শ্যামলে ভরপুর গাজীপুর জেলাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য গাজীপুরকে ব্র্যান্ডিং জেলায় উন্নীত করার লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মোঃ নুরুন্নবী। গাজীপুরের জেলা প্রশাসক এস.এম আলমের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ই-সার্ভিস এটুআই প্রোগ্রামের পরিচালক মোঃ আব্দুল মান্নান। বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেল শেখ, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের সভাপতি মোঃ শরিফুল ইসলাম, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ইফতেখার উদ্দিন আহমেদ প্রমুখ।

গাজীপুরের জেলা প্রশাসক এস.এম আলম জানান, গাজীপুরকে ব্র্যান্ডিং জেলা হিসেবে ঘোষণা করার জন্য শিগগিরই ‘ফোর জি’ ঘোষণা করা হবে। বাংলাদেশের একমাত্র হাইটেক পার্ক এ জেলায় অবস্থিত। জেলা প্রশাসকের কার্যালয় এর রেকর্ড রুম ডিজিটালাইজড করা হয়েছে। এ ছাড়া ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মধ্যেমে জনগণকে সহজে সেবা দেয়া সম্ভব হচ্ছে।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here