ক্যারিয়ারে প্রথমবারের মতো র‌্যাঙ্কিংয়ের শীর্ষে অ্যান্ডি মারে

0
0

Andy Murray

ক্যারিয়ারে প্রথমবারের মতো টেনিসের বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে উঠেছেন ব্রিটিশ তারকা অ্যান্ডি মারে। ইনজুরির কারণে প্যারিস মাস্টার্স কাপের সেমিফাইনাল থেকে কানাডিয়ান তারকা মিলোস রনিক নাম প্রত্যাহার করে নিলে শীর্ষে উঠে যান মারে। ১৯৭৩ সালে এটিপি র‌্যাঙ্কিং চালুর পর প্রথম ব্রিটিশ হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে র‌্যাঙ্কিং ঘোষণা করা হবে।

সার্বিয়ার নোভাক জকোভিচকে টপকে একনম্বরে উঠতে সেমিফাইনালে রনিককে হারাতে হতো মারেকে। কিন্তু শনিবার এক সংবাদ সম্মেলনে রনিক জানান, ইনজুরির কারণে শেষ চারের ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি। রনিকের ইনজুরির সুযোগে ম্যাচ না খেলে ফাইনালের সাথে এটিপির শীর্ষেও উঠে যান মারে।ফাইনালে মারের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের জন ইসনার। রোববারের ওই ফাইনাল মারের চলতি বছরের ১২তম ফাইনাল। এটিপির একনম্বর স্থান দখল করা মারের জন্য স্মরণীয় ঘটনা। কারণ একই সাথে টেনিসের দুটি শীর্ষ পদক তার দখলে। উইম্বল্ডনে শিরোপা জয়ের পর রিও অলেম্পিকেও সোনা জিতেছেন তিনি। এবার র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here