ড. ভূপেন হাজারিকার গানে লিয়াকত আলী লাকী ও ঢাকা সাংস্কৃতিক দল

0
0

bhupen-haz

ড. ভূপেন হাজারিকার ৫ম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আগামীকাল ০৫ নভেম্বর ২০১৬ শনিবার সন্ধ্যা ৬.০০টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার’ শীর্ষক সঙ্গীত সন্ধ্যা আয়োজনে করা হয়েছে।

সঙ্গীত সন্ধ্যায় ড. ভূপেন হাজারিকার আমি এক যাযাবর, মানুষ মানুষের জন্য, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার, আয় আয় ছুটে আয় সজাগ জনতা, চোখ ছল ছল করে ওগো মা, শরতবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে, মোরা যাত্রী একই তরণীর এবং We’re in the same Boat Brother সহ বেশকিছু গান উচ্চাতির হবে লিয়াকত আলী লাকীর কন্ঠে। এছাড়াও ড. ভূপেন হাজারিকার ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমি আয়োজিত ভূপেন হাজারিকার গানের কর্মশালায় প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে এদের মধ্যে থেকে বাছাইকৃত ২৫জনের সমবেত কন্ঠে আজ জীবন খুজে পাবি ছুটে ছুটে আয় এবং ঢাকা সাংস্কৃতকি দলের সমবেত কন্ঠে দোলা হে দোলাসহ বেশকিছু গান পরিবেশিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here