গাজীপুরে এক কোটি ৬৭ লাখ টাকা মূল্যের জাল স্ট্যা¤প উদ্ধার, দম্পতি গ্রেফতার ॥

0
0

gazipur-2-04-november-2016-cid-movement-fake-stamp-recovered-2

গাজীপুরের এক বাড়িতে অভিযান চালিয়ে এক কোটি ৬৭লাখ ১২হাজার ৪’শ টাকা মূল্যের বিভিন্ন মূল্যমানের জাল রেভিনিউ স্ট্যা¤প, কোর্ট ফি ও স্ট্যা¤প তৈরির যন্ত্রপাতিসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে গাজীপুরের সিআইডি পুলিশ। গ্রেফতাকৃতরা হলো- বরিশালের কোতোয়ালী থানার দক্ষিণ রূপাতলী এলাকার ইসহাক হাওলাদারের ছেলে মো. ফারুক হাওলাদার (৪৫) এবং ফারুকের স্ত্রী মোসা. মাসুমা বেগম (৩৫)।

সিআইডি ঢাকা জোনের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান শুক্রবার গাজীপুর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটি কর্পোরেশনের মাজুখান মধ্যপাড়া এলাকার আক্কাস উদ্দিনের ভাড়া বাড়িতে বৃহষ্পতিবার দিবাগত মধ্যরাতে গাজীপুর সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আশরাফ হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় ওই দ¤পতিকে আটক করা হয়। পরে তাদের বসতঘর থেকে ১০ টাকা মূল্য মানের এক কোটি ৩০লাখ জাল রেভিনিউ ষ্ট্যা¤প, ২ টাকা মূল্য মানের ৩২হাজার টাকা মূল্যেও বিশেষ আঠালো ষ্ট্যা¤প, ৪ টাকা মূল্য মানের ৩০হাজার ৪০০ টাকা মূল্যের জাল কোর্ট ফি, ৫ টাকা মূল্য মানের ১২লাখ টাকা মূল্যেও জাল কোর্ট ফি ষ্ট্যা¤প, ২০ টাকা মূল্য মানের ১৭লাখ ৬০হাজার মূল্যের কোর্ট ফি জাল ষ্ট্যা¤প ও ৫০টাকা মূল্যমানের ৫লাখ ৫০হাজার টাকা মূল্যের দলিল প্রমানক জাল ষ্ট্যা¤পসহ স্ট্যা¤প তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, গ্রেফতারকৃতরা সরকারী রাজস্ব ফাঁকি দেয়ার জন্য দীর্ঘ দিন যাবত জাল রেভিনিউ ষ্ট্যাম্প, জাল কোর্ট ফি ষ্ট্যাম্প ও অন্যান্য সামগ্রী তাদের পলাতক সহযোগীদের মাধ্যমে প্রসেস করে বাংলাদেশের বিভিন্ন স্থানে বাজারজাত করতো। এ ঘটনায় সিআইডির পরিদর্শক দুলাল চন্দ্র সেন বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে জয়বেপুর থানায় মামলা দয়ের করেছেন।

সংবাদ সম্মেলনে সিআইডি ঢাকা জোনের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আবু সুফিয়ান, গাজীপুর সিআইডির সহকারি পুলিশ সুপার মোঃ আশরাফ হোসেন, পরিদর্শক মো. শহীদ উল্লাহ, দুলাল চন্দ্র সেন, পরিদর্শক মো. আরজু মিয়া, পরিদর্শক মো. সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here