ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার সন্ধারই ঘুঘুডারা নামক স্থানের প্রায় ২০০ বিঘা জমির ধানের ফলন পানি সেচের অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে । সরজমিনে গিয়ে দেখা যায়, বরেন্দ্র টিউবওয়েলের ইউনিট-২ আর এইচ-২৫৯ পানি সেচ টিউবওয়েলটি বিকল হয়ে পড়ে রয়েছে প্রায় ১৫ দিন যাবৎ। এ ব্যাপারে বরেন্দ্র কৃর্তপক্ষ নীরব ভুমিকা পালন করছে বলে অভিযোগ উঠেছে। এ কারণে ধানের ফলন আসার পূর্ব মূর্হতে পানির সেচের অভাবে ফলন দেখা যাচ্ছে না। ধানের জমির মাটি ফেটে চৌচির হয়ে গেছে। এলাকার কৃষকরা এক দূর্বিসহ অবস্থায় পড়েছে। পানি সেচের কোন বিকল্প ব্যবস্থা না থাকায় কৃষক দিশেহারা হয়ে পড়েছে।
গ্রামের কৃষক আবেদ, হামিদ, সাইদুলসহ অনেকে জানান, পানি সেচ ব্যবস্থা না থাকায় আমাদের এই টিউবওয়েলের আওতায় ধানের ফলন এবার খুবই খারাপ হওয়ার সম্ভবনা রয়েছে। এই মূর্হুতে ধানেরক্ষেতে পানির খুব দরকার হলেও পানি সেচ দিতে না পারায় আমরা কঠিনভাবে ক্ষতিগস্ত হতে যাচ্ছি। বরেন্দ্র কর্তৃপক্ষকে বারবার অবহিত করলেও কর্ণপাত করছে না।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ধানের জমিতে যেসব ধানের শীষ ফুটে গেছে সেগুলোতে বর্তমান পানির রসেই চলবে তবে যেগুলো এখনো শীষ ফুটে নাই সেইসব জমিতে ফলন খারাপ হওয়ার সম্ভবনা খুব বেশি। যত দ্রুত সম্ভব পানি দেওয়া জরুরী।এ ব্যাপারে বরেন্দ্র কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন বলেন, মেশিনটি অতি পুরাতন হওয়ায় পাইপ লাইনে সমস্যা হয়ে পড়েছে। আমি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি।
এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধি