“আত্নকর্মী যুবশক্তি,টেকশই উন্নয়নের মূলভিত্তি “স্লোগানে নওগাঁর আত্রাইয়ে ১লা নভেম্বর জাতীয় যুবদিবস ২০১৬ পালন র্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ করা হয়।সকাল ১১ টায় আত্রাই উপজেলা পরিষদ হতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমানের নেত্বত্তে র্যালি বের হয় র্যালিটি উপজেলার সাহেবগঞ্জ বাজারে হতে উপজেলা পরিষদে ফিরে আসে।র্যালিতে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার, আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সহ সকল শ্রেণীর নারীপুরুষ যোগাযোগ করেন।দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান,আত্রাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,আত্রাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি নৃপেন্দনাল দও দুলাল,আত্রাই উপজেলা আওয়ামীলগীগ সম্পাদক গোলাম মোস্তফা বাদল প্রমূখ।আলোচনা সভায় বক্তারা বলেন যুবকরাই হলো দেশের হাতিয়ার।বর্তমান দেশ নেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়তে যুবকদের বেশী গুরুত দিয়েছেন।সভায় বক্তরা যুবকদের মাদকের নেশায় জীবনকে নস্ট না করে মরণের পথে না তারা যেন না যায় সেই বিষয়ে গুরুতর বিষয় আলোচনা করা হয়।যুবকদের নিজের পায়ে দাঁড়ানোর জন্য তাদের সকল প্রশিক্ষণ উপজেলা পরিষদ হতে দেওয়া হবে বলে জানায়।সভা শেষে যুবকদের মাঝে চেক বিতারণ করা হয়।
মোঃখালেদ, আত্রাই প্রতিনিধি।