ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর সীমান্তের একটি গ্রামকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এতে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। ভারতের দাবি পাকিস্তান সীমান্ত থেকে এ হামলা চালানো হয়েছে।মঙ্গলবার রামগড় এলাকার আরনিয়া এবং নাউশেরা সেক্টরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। এছাড়া এ ঘটনা আরও আটজন আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, পাকিস্তানি সেনারা রামগড়ের বেসামরিক লোকজন এবং নিরাপত্তারক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে। সোমবার (৩১ অক্টোবর) পাকিস্তানি সেনা বাহিনীর গুলিতে এক ভারতীয় তরুণীসহ এক সেনা নিহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো আরও জানায়, পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় ভারতের সার্জিকাল স্ট্রাইকের পর এখন পর্যন্ত ৬০ বারের বেশি অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের নিয়ন্ত্রণ রেখায় সার্জিকাল স্ট্রাইক চালায় ভারত।