জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা সংশোধন:পাবে ১২৫ ব্যক্তি-প্রতিষ্ঠান

0
221

31-10-16-pm_cabinet-meeting-5

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা’ সংশোধন করে সেরা ট্যাক্স দাতাদের ২০টির পরিবর্তে ১২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, আগে ১০ ব্যক্তি ও ১০ কোম্পানিকে ট্যাক্স কার্ড প্রদান করা হতো। নীতিমালা সংশোধনের ফলে ৬৪ ব্যক্তি, ৫০ কোম্পানি ও অন্যান্য ১১টি ক্ষেত্রে ট্যাক্স কার্ড প্রদান করা হবে। নীতিমালা সংশোধন করে এ সংখ্যা (ট্যাক্স কার্ডধারীদের) বাড়াতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এখন বিভিন্ন ক্যাটাগরিতে ১২৫টি ট্যাক্সকার্ড দেওয়া হবে।

নীতিমালা সংশোধন করে এই সংখ্যা (ট্যাক্সকার্ডধারীদের) বাড়াতে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের পস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এখন বিভিন্ন ক্যাটাগরিতে ১২৫টি ট্যাক্সকার্ড দেওয়া হবে।নীতিমালা সংশোধন হওয়ায় এখন থেকে ব্যক্তি পর্যায়ে ৬৪টি, কোম্পানি পর্যায়ে ৫০টি এবং অন্যান্য পর্যায়ে ১১টি ট্যাক্সকার্ড দেওয়া হবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।পাঁচজন জ্যেষ্ঠ নাগরিক, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পাঁচজন, প্রতিবন্ধী দুইজন, নারী করদাতা পাঁচজন এবং তিনজন তরুণ করদাতা (৪০ বছরের কম বয়সী) ট্যাক্সকার্ড পাবেন।আয়ের উৎস হিসেবে: পাঁচজন ব্যবসায়ী, পাঁচজন বেতনভোগী, পাঁচজন চিকিৎসক, তিনজন সাংবাদিক, তিনজন আইনজীবী, তিনজন প্রকৌশলী, দুইজন স্থপতি, দুইজন অ্যাকাউনটেন্ট, সাতজন নতুন করতাদা, দুইজন খোলোয়াড়, অভিনেত-অভিনেত্রী দুইজন, শিল্পী-গায়িকা দুইজন এবং অন্যান্য তিনজন এই কার্ড পাবেন।

কোম্পনি পর্যায় ;কোম্পানি করতাদাদের মধ্যে ব্যাংক খাতে চারটি, ব্যাংক বহির্ভূত আর্থিক খাতে চারটি, টেলিকমিউনিকেশনে একটি, প্রকৌশলে তিনটি, খাদ্য ও আনুষঙ্গিক খাতে তিনটি, জ্বালানিতে তিনটি, পাটে তিনটি, স্পিনিংয়ে পাঁচটি, ওষুধে চারটি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় চারটি, রিয়েল এস্টেটে তিনটি, তৈরি পোশাকে সাতটি, চামড়াশিল্পে দুইটি এবং অন্যান্য ক্ষেত্রে চারটি কার্ড দেওয়া হবে।অন্যন্যা শ্রেণি: অন্যান্য শ্রেণির ক্ষেত্রে ফার্মে চারটি, স্থানীয় কর্তৃপক্ষে একটি, ব্যক্তিসংঘে দুইটি এবং অন্যান্য খাতে চারটি ট্যাক্সকার্ড দেওয়া হবে।শফিউল বলেন, মন্ত্রিসভা অর্থমন্ত্রীকে দায়িত্ব দিয়েছে, তিনি যদি প্রয়োজন মনে করেন, তার পরামর্শক্রমে এনবিআর এই সংখ্যা বাড়াতে পারবে।ট্যাক্সকার্ডধারীরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ, বিমান-রেলপথসহ যে কোনো ভ্রমণে সরকারি যানবাহনের টিকেট প্রাপ্তিতে অগ্রাধিকার পান।

বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ ছাড়াও আবসিক হোটেলে বুকিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার এবং ট্যাক্সকার্ডধারী নিজে এবং তার স্ত্রী, স্বামী ও সন্তানরা সরকারি হাসপাতালে কেবিন সুবিধা পান।শফিউল বলেন, বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ করদাতাদের মধ্য থেকে কারা কার্ড পাবেন, তা বাছাই করবে এ সংক্রান্ত একটি কমিটি।

এদিন মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট আইনের খসড়া এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।এছাড়া ডি-৮ সনদ বাংলাদেশের অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন পেয়েছে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ক্রিকেট দলকে অভিনন্দন জানানো হয়।সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে জয়লাভ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে মন্ত্রিসভা অভিনন্দন জানিয়েছে।দুই ম্যাচের টেস্ট সিরিজের শেষটিতে রোববার মিরপুরে ১০৮ রানে ইংল্যান্ডকে হারায় স্বাগতিকরা। ইংলিশরা চট্টগ্রামে প্রথম টেস্ট জেতায় সিরিজ ড্র হয়েছে।চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ২২ রানের জয় পেয়েছিল ইংল্যান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here