আট নম্বরের আরও কাছে বাংলাদেশ

0
276

bangladesh-team

ওয়ানডেতে র‌্যাঙ্কিংয়ের সিড়ি বেয়ে উঠেছে বাংলাদেশ। এবার টেস্টেও আছে একই পথে। মিরপুর টেস্টে জয় এবং সিরিজ ড্র করার পর র‌্যাঙ্কিংয়ের আট নম্বর এখন মুশফিকদের হাতের নাগালেই!মিরপুর টেস্ট জিতে বাংলাদেশ পেয়েছে ৮ রেটিং পয়েন্ট। ৫৭ থেকে পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৫। আট নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট এখন ৬৭।

পাকিস্তানের বিপক্ষে চলতি সিরিজের প্রথম দুটি টেস্টই হেরেছে ক্যারিবিয়ানরা। তৃতীয় টেস্ট চলছে। এই টেস্টও হারলে ওয়েস্ট ইন্ডিজ হারাবে আরও ১ পয়েন্ট। তখন ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান থাকবে মাত্র ১ পয়েন্ট। আসছে নিউ জিল্যান্ড সিরিজেই বাংলাদেশের সুযোগ থাকবে ক্যারিবিয়ানদের টপকে যাওয়ার।বাংলাদেশের প্রাপ্তির টেস্ট ইংল্যান্ডের জন্য ছিল হারানোর। যদিও এখনও আগের মতো চার নম্বরে আছে তারা; তবে হারিয়েছে ৩ পয়েন্ট। অস্ট্রেলিয়ার সমান ১০৮ পয়েন্ট নিয়ে ইংলিশরা আগে পিছিয়ে ছিল কেবল ভগ্নাংশের ব্যবধানে। এখন তাদের পয়েন্ট ১০৫।১১৫ পয়েন্ট নিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত। ১১১ পয়েন্টে দুইয়ে পাকিস্তান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here