১০ উইকেটে ভাস্বর মিরাজ

0
0

miraz

বয়স মাত্র ১৯। মেহেদী হাসান মিরাজের ছোট্ট কাঁধটায় সওয়ার হয়েই ধীরে ধীরে বাংলাদেশ এগিয়েছে জয়ের দিকে। চট্টগ্রাম টেস্টে ঘূর্ণির ইন্দ্রজালে এলোমেলো করে দিয়েছিলেন ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ২২ রানে হেরে যাওয়ায় যদিও সেই সাফল্য শতভাগ উপভোগ করতে পারেননি মিরাজ। কিন্তু ঢাকা টেস্টে তাঁর স্পিন জাদুতে এসেছে বাংলাদেশের এই ঐতিহাসিক জয়। দেশের পক্ষে এক সিরিজে সবচেয়ে বেশি ১৯ উইকেট তুলে নেওয়ার গৌরব তাঁরই। সবচেয়ে কম বয়সে টেস্টে ১০ উইকেট নেওয়ার ছোট্ট তালিকাতেও নাম তুলেছেন।এক টেস্টে সবচেয়ে কম বয়সে ১০ উইকেট নেওয়ার তালিকায় মিরাজ আছেন পাঁচে। এ তালিকায় সবার ওপরে বাংলাদেশেরই এনামুল হক জুনিয়র। ২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে বাঁহাতি স্পিনার যখন ১২ উইকেট নিয়েছিলেন তাঁর বয়স ১৮ বছর ৪০ দিন।

এই তালিকায় দুইয়ে আছেন ওয়াসিম আকরাম। ১৯৮৫ সালের ফেব্র“য়ারিতে ডানেডিন টেস্টে দুই ইনিংসে ৫টি করে উইকেট নিয়েছিলেন এই পাকিস্তান কিংবদন্তি। ভারতের সাবেক লেগ স্পিনার লক্ষণ শিবরাম কৃষ্ণান ১৯৮৪ সালের নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাই টেস্টে ১২ উইকেট নিয়েছিলেন ১৮ বছর ৩৩৩ দিনে। ১৯৯০ সালের অক্টোবরে লাহোর টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়াকার ইউনিস ১০ উইকেট নিয়েছিলেন ১৮ বছর ৩৩৬ দিনে। ১৯ বছর ৫ দিন বয়সী মিরাজ আছেন এর পরই।ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজটা নানা কারণেই মনে থাকবে বাংলাদেশের। তবে সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকবেন বোধ হয় মিরাজই। ইংল্যান্ডও মনে রাখবে তাঁকে। ১৯ বছরের এই স্পিনার স্পিন-বিষে যেভাবে নীল করলেন ইংলিশদের, তাঁকে মনে না রাখার তো কোনো কারণ থাকতে পারে না।

অ্যালেস্টার কুকের ব্যাটে ছোবল দিয়ে লফিয়ে উঠল বল। সিলি পয়েন্টে পড়িমরি করে দারুণ ক্ষিপ্রতায় বল হাতে জমালেন মুমিনুল হক। আনন্দে ভাসলেন মেহেদী হাসান মিরাজ। অভিষেক সিরিজ, অর্জনের সিরিজে নিজেকে তুলে নিলেন অনন্য উচ্চতায়।ইংলিশ অধিনায়কের উইকেট দ্বিতীয় ইনিংসে মিরাজের চতুর্থ উইকেট। প্রথম ইনিংসে নিয়েছিলেন ৬ উইকেট। বাংলাদেশের মাত্র তৃতীয় বোলার হিসেবে পেলেন ১০ উইকেটের স্বাদ।

মিরাজের আগে এই কৃতিত্ব দেখিয়েছেন এনামুল হক জুনিয়র ও সাকিব আল হাসান। তবে একটি জায়গায় ওই দুজনকে ছড়িয়ে গেছেন মিরাজ। বাংলাদেশের হয়ে সবচেয়ে কম ম্যাচ খেলে ১০ উইকেট পেলেন তিনিই।ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচেই মিরাজ পেলেন ১০ উইকেট। এনামুল ১০ উইকেট পেয়েছিলেন নিজের পঞ্চম টেস্টে। সাকিবের লেগেছিল ৩৬ টেস্ট!বাংলাদেশের হয়ে ম্যাচে ১০ উইকেট প্রথমবার পেয়েছিলেন এনামুল হক জুনিয়র। ২০০৫ সালের জানুয়ারিতে ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে ৭ উইকেট পেয়েছিলেন ৯৫ রানে। দ্বিতীয় ইনিংসে ১০৫ রানে ৫ উইকেট। ম্যাচে ২০০ রানে ১২ উইকেট এখনও টেস্টে বাংলাদেশের সেরা বোলিং।

এরপর প্রায় ১০ বছরের অপেক্ষা। ২০১৪ সালে নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনা টেস্টে ১২৪ রানে ১০ উইকেট পান সাকিব। ওই ম্যাচে সাকিব করেছিলেন সেঞ্চুরিও।এবার মিরাজ প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন ৮২ রানে। দ্বিতীয় ইনিংসে কুকের পর ফিরিয়েছেন সম্প্রতিক সময়ে ইংল্যান্ডের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান জনি বেয়ারস্টোকে। নিয়েছেন ইংল্যান্ডের প্রথম ছয় উইকেটের পাঁচটিই!বয়সের হিসেবে অবশ্য এনামুলের পেছনে মিরাজ। ১৮ বছর ৪০ দিন বয়সে ১০ উইকেট পেয়েছিলেন এনামুল। মিরাজ এই ম্যাচ শুরু করেছিলেন ১৯তম জন্মদিনের ৩ দিন পর। সাকিব পেয়েছিলেন ২৭ বছর ২২৪ দিন বয়সে।

শেষ পর্যন্ত ম্যাচে ১৫৯ রানে ১২ উইকেট নিয়ে এনামুলকে ছাড়িয়ে বাংলাদেশের হয়ে এক টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েছেন মিরাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here