ব্রাহ্মণবাড়িয়ায় ৩ শতাধিক হিন্দু বাড়িঘর, ১০ মন্দির ভাংচুর-লুটপাট

0
0

%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%82%e0%a6%9a%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%b2%e0%a7%81%e0%a6%9f%e0%a6%aa%e0%a6%be%e0%a6%9f

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার প্রতিবাদের নামে উপজেলা সদরের অন্তত তিন শতাধিক হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। সেখানকার আটটি হিন্দুপাড়ার অন্তত ১০ টি মন্দিরে হামলা করে মুর্তি ভাংচুর ও লুটপাট করা হয়।এসময় মন্দিরের পুরোহিতসহ হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষকে পিটিয়ে আহত করা হয়েছে। রোববার সকাল ১০টার পর থেকে দুপুর একটা নাগাদ এ তান্ডব চালানো হয়। সকালে স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতারা উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

এর আগে গত শুক্রবার (২৮ অক্টোবর) উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস (২৭) নামে এক যুবক পবিত্র কাবা ঘরের ছবি এডিট করে এর উপর শিবমূর্তি বসিয়ে ফেসবুকে পোস্ট করায় স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে শনিবার দিনভর নাসিরনগর সদর উত্তাল হয়ে পড়ে। এ অবস্থায় রোববার সকালে কলেজ মোড়ে উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতারা উপজেলা সদরের কলেজ মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয়।স্থানীয়রা অভিযোগ করেন, কলেজ মোড়ে প্রতিবাদ সমাবেশ চলাকালে সদরের হিন্দুপাড়াগুলোতে তিন-চারশ লোক জড়ো হয়ে বর্বরোচিত হামলা চালায়। হামলাকারিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কেউ নয় জানিয়ে তারা বলেন, স্থানীয় গোকর্ণ ইউনিয়নের নুরপুর গ্রামের উচ্ছৃঙ্খল যুবকদের নেতৃত্বে বর্বরোচিত এ হামলা চালানো হয়।

হামলার কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, হামলার সময় মন্দিরের মূর্তি ভাংচুর, আসবাব তছনছ ও প্রণামী বাক্স ভাংচুর করে টাকা-পয়সা লুটে নেয়া হয়। বাড়িঘর ভাংচুর করে টেলিভিশনসহ মূল্যবান জিনিসপত্র লুট করা হয়। এসময় হিন্দুপাড়ার নারী-পুরুষদেরও বেধড়ক পেটানো হয়।মহাকাল পাড়ার গৌর মন্দিরের পুরোহিত নরেন্দ্র প্রভু জানান, আকস্মিক একদল যুবক লাঠি-সোটা নিয়ে মন্দিরে ভাংচুর শুরু করে। পরে তারা মূর্তিতে আঘাত করে ও লুটপাট চালায়। এসময় পুরোহিতকেও মারধর করা হয়।

একই কায়দায় তারা সদরের পশ্চিম পাড়ার জগন্নাথ মন্দির, নমশুদ্র পাড়ার কালিবাড়ি মন্দির, মহাকাল পাড়ার শিব মন্দির, দুর্গা মন্দির, শীল পাড়ার লোকনাথ মন্দির, দত্ত পাড়ার দত্তবাড়ি মন্দির, সূত্রধর পাড়ার কালি মন্দিরসহ এসব পাড়ার অন্তত তিন শতাধিক বসতঘরে হামলা-ভাংচুর ও লুটপাট করে।
এদিকে বর্বরোচিত এ ঘটনার পর উপজেলা সদরে বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়। ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান উপজেলা সদরে ছুটে যান।এদিকে আহলে সুন্নাত ওয়াল জামাত, উপজেলা শাখার আহবায়ক রিয়াজুল করিমের দাবি, তাদের শান্তিপূর্ণ সমাবেশ চলাকালে হেফাজতে ইসলামের একটি গ্র“প হিন্দুপাড়াগুলোতে হামলা চালায়। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। এ ধর্ম কখনো সংঘাতকে সমর্থন করে না। যারা এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের বিচার দাবি করেন তিনি।এ প্রতিবেদন লেখার সময় নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিজিবি’র উত্তর-পূর্ব রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার মাশরুর উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জেম আহমদ রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here