দুর্দান্ত বাংলাদেশ, ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয়

0
0

%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%87%e0%a6%82%e0%a6%b2%e0%a7%8d

ঐতিহাসিক।গৌরবের।আনন্দের।বাংলাদেশের ক্রিকেটে নতুন দিগন্ত এনে দেওয়ার কি নয়? তারা ক্রিকেটের সবচেয়ে আদি দল, সবচেয়ে অভিজাত ইতিহাসের। সেই ইংল্যান্ডকে রোববার টেস্টে হারিয়ে দিল বাংলাদেশ। মিরপুর স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ১৬৪ রানে অল আউট করে টেস্ট জিতল ১০৮ রানে। এর আগে জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতলেও এই জয়ের মাহাত্ম্য অন্য রকম। এ সময়ের অন্যতম সেরা দলকে হারানো বাংলাদেশকে টেস্ট ক্রিকেটেও এনে দেবে নতুন আত্মবিশ্বাস।

শুরুটা করেছিলেন মেহেদী মিরাজ। শেষটা টেনে দিলেন সাকিব আল হাসান। এই দুইয়ের ঘূর্ণিতে পড়েই আর দাঁড়াতে পারল না ইংল্যান্ড। ৭৭ রানে ৬ উইকেট মিরাজের। ৪৯ রানে ৪ উইকেট নিয়েছেন সাকিব। বিনা উইকেটে ১০০ রান তুলে ফেলা ইংল্যান্ড শেষ পর্যন্ত আর ৬৪ রান যোগ করতেই অল আউট হয়ে গেল। এক সেশনেই ইংল্যান্ডের ১০ উইকেট তুলে নিল বাংলাদেশ।অথচ চা বিরতির আগ পর্যন্তও কী অসহায় না লাগছিল বাংলাদেশ দলকে। একটা উইকেট লাগবে, একটা উইকেট। স্টাম্পের মাইক্রোফোন থেকে বারবার ভেসে আসছিল মুশফিকের আকুতি। একটা উইকেট পড়লেই যে ছন্দটা কেটে যায়। যে ছন্দে অনায়াসে বিনা উইকেটে ১০০ তুলে ফেলল ইংল্যান্ড! সেই একটা উইকেট যখন পড়ল, শুরু হয়ে গেল উইকেটের বৃষ্টি; যা আর থামাতে পারেনি ইংল্যান্ড। দুই ইংলিশ ওপেনার ফিফটি করেছেন। অ্যালিস্টার কুক ৫৯, বেন ডাকেট ৫৬। এ ছাড়া দুই অঙ্ক ছুঁয়েছেন কেবল বেন স্টোকস (২৫)। বাকি আট ব্যাটসম্যান মিলে যোগ করেছেন মাত্র ১৮ রান!

একটা উইকেট পড়লেই ছন্দ যে কেটে যেত, সেটা বোঝা গেল চা বিরতির পর করা বাংলাদেশের দুই ওভারের প্রথম দুই বলে। প্রথমে মিরাজ, এরপর সাকিব। এই জোড়া আঘাতেই আশা জাগল বাংলাদেশের। কুকের সঙ্গে ওপেনিংয়ে ১০০ রান এনে দেওয়া ডাকেট ফিরলেন, খানিক পরে জো রুটও (১)। এরপর নিজের ১৫তম ওভারে মিরাজ একাই জোড়া আঘাত হানলেন। গ্যারি ব্যালেন্স (৫) ও মঈন আলী (০) ফিরলেন পরপর। মিরাজের পরে ওভারে আবারও উইকেট! এবার ফিরলেন একপ্রান্ত আগলে রাখা কুক।শুরুতে কুক আর ডাকেট মিলে কিন্তু বেশ ভোগাচ্ছিলেন। ২৭৩ রানের কঠিন লক্ষ্যটা তখন মনে হচ্ছিল কী সহজ! বিশেষ করে ডাকেট সুইপ ও রিভার্স সুইপে বাংলাদেশি স্পিনারদের লাইন-লেংথ এলোমেলো করে দিয়েছেন। তাঁর কারণেই থিতু হতে পারেনি স্পিনাররা। মাহমুদউল্লাহ তখন হাত কামড়াচ্ছিলেন ইনিংসের পঞ্চম ওভারেই ডাকেটের সহজ ক্যাচ ফেলেছিলেন বলে।কিন্তু ওই একটা উইকেটে’র আঘাতই ডমিনো এফেক্ট এনে দিল। বিনা উইকেটে ১০০ থেকে ৫ উইকেটে ১২৭। মাত্র ২৭ রানের মধ্যে প্রথম ৫ ব্যাটসম্যানকে হারাল ইংল্যান্ড।বারবার উদ্ধার করা ইংলিশ লোয়ার-মিডল অর্ডার এবারও ভোগানোর ইঙ্গিত দিচ্ছিল। স্টোকস আর বেয়ারস্টো মিলে যখন ২২ রান তুলে ফেললেন সপ্তম উইকেট জুটিতে। বেয়ারস্টোকে ফিরিয়ে চার ইনিংসে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট পূর্ণ করলেন।

এখান থেকেই শুরু সাকিবের জাদু। সাকিবের এক ওভারেই ফিরলেন স্টোকস, আদিল রশিদ ও আনসারি। মিরাজ শেষটা টেনে দিলেন স্টিভেন ফিনকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে। উৎসবে মাতোয়ারা বাংলাদেশ!

চট্টগ্রাম টেস্টের ২২ রানের আক্ষেপ কি ঘুচল? ১৩ বছর ধরে পুষে রাখা মুলতানের সেই কষ্টও? চট্টগ্রামে ২৩ রানের দূরত্বটা ঘুচিয়ে দিতে পারলে কিন্তু সিরিজের ফলটা ২-০ হতো!কুমার ধর্মসেনা আঙুল উঁচিয়ে ধরতেই ছুটলেন মেহেদী হাসান মিরাজ। স্টিভেন ফিনের রিভিউ নেওয়ার ইশারায় ক্ষনিকের জন্য থমকে যাওয়া। হঠাৎই সবার মনে পড়ল, ইংল্যান্ডের তো রিভিউ নেই। ব্যাটসম্যানের আশেপাশেই ছিলেন বেশিরভাগ ফিল্ডার। ছুটে এলেন বাকিরাও। চোখের পলকে স্টাম্পসগুলো উঠে এলো হাতে হাতে। উল্লাস বাঁধনহারা!চট্টগ্রামে হাতছানি দিয়েও মিলিয়ে গিয়েছিল যে জয়, সেই স্বপ্ন বাস্তবতা হয়ে ধরা দিল মিরপুরে। টেস্টের কুলীন দেশ, প্রবল পরাক্রমশালী ইংল্যান্ডকে তিন দিনেই হারিয়ে বাংলাদেশ পেল অসাধারণ, ঐতিহাসিক এক জয়।তৃতীয় দিন চা বিরতির আগেও টেস্টের ভাগ্য ছিল দোদুল্যমান। ২৭৩ রান তাড়ায় ২৩ ওভারেই ইংল্যান্ড তুলেছিল ১০০। বিরতির পর ভোজবাজির মতো পাল্টে গেল সব। মিরাজ ও সাকিব আল হাসানের অসাধারণ বোলিংয়ে ইংলিশরা গুটিয়ে গেল আর ৬৪ রান যোগ করেই। বাংলাদেশের জয় ১০৮ রানে।চট্টগ্রামে আলো ছড়িয়ে অভিষেক যার, সেই মিরাজ দ্বিতীয় ম্যাচেই জয়ের নায়ক। রেকর্ডে ভাস্বর। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন ৬ উইকেট। ম্যাচে ১৫৯ রানে ১২ উইকেট বাংলাদেশের হয়ে টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড।সকালে বাংলাদেশ শুরু করেছিল ৩ উইকেটে ১৫২ রান নিয়ে। প্রথম সেশনে উইকেট পড়েছে নিয়মিত, রানও এসেছে দ্রুত। ৫৯ রানে দিন শুরু করা ইমরুল কায়েস বিদায় নেন ৭৮ রানে।বারবার আউট হতে হতে বেঁচে গিয়েও ৪১ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাকিব। শেষ দিকে ২৫ রানের মহামূল্য ইনিংস আসে শুভাগত হোমের ব্যাট থেকে। বাংলাদেশ লক্ষ্য দেয় ২৭৩।এই লক্ষ্য এই উইকেটে ছিল ভীষণ কঠিন। তবে ইংল্যান্ডের শুরুটা ছিল দুর্দান্ত। সিরিজের আগের তিন ইনিংসেই পঞ্চাশ ছুঁতে তিন-চার উইকেট হারিয়েছে তারা। এবার রান তাড়ার চাপ নিয়েও শতরানের জুটি গড়ে ফেলেন অ্যালেস্টার কুক ও বেন ডাকেট।মূলত ডাকেটের আক্রমণাত্মক ব্যাটিংয়েই অনেকটা এলোমেলো হয়ে মনে হয়েছে বাংলাদেশের বোলিং। সুইপ, রিভার্স সুইপ করে বাংলাদেশের স্পিনারদের দিশাহারা করে দেন ডাকেট। ঝুলে যায় বাংলাদেশের ক্রিকেটারদের শরীরী ভাষাও। জমা হতে থাকে শঙ্কার মেঘ।আলোকবর্তিকা হয়ে আসেন যথারীতি সেই মিরাজ। চা বিরতির পর প্রথম বলেই বোল্ড ডাকেট। এরপর আর পেছন ফিরে তাকানো নয়। ধরা দিতে থাকে একের পর এক সাফল্য। মূল বাধা হয়ে থাকা কুককে ফিরিয়ে মিরাজ পূর্ণ করেন ম্যাচে ১০ উইকেট। বাংলাদেশের মাত্র তৃতীয় বোলার হিসেবে পেলেন ১০ উইকেটের স্বাদ।

মিরাজ থামেননি সেখানেই। সঙ্গত ধরেনও সাকিবও। চার বলের মধ্যে তিন উইকেট নিয়ে নেন সাকিব। ফিনকে ফিরিয়ে ইতি টানেন মিরাজ। যোগ্য হাতেই সমাপ্তি!প্রথম ইনিংসে লিড পাওয়ার সম্ভাবনা থেকেও শেষ পর্যন্ত লিড গোণা, পিছিয়ে থাকা, সেখান থেকে ঘুরে দাঁড়ানো, শেষ ইনিংসে প্রতিপক্ষের শতরানের উদ্বোধনী জুটির পরও বড় জয়, সব কিছু মিলিয়ে এই জয়কে অসাধারণ বললেও যেন মনে হয় কম!বাংলাদেশের আসল উদযাপনটা হলো প্রতিপক্ষের সঙ্গে করমর্দনের আনুষ্ঠানিকতা সারার পর। সবাই ছুটলেন মাঠে। গোল হলে চলল আনন্দ নৃত্য। বাংলাদেশের টেস্টে ক্রিকেটে এমন দৃশ্য বিরল! এদিকে, এমন হারে স্বভাবতই মন খারাপ ইংলিশ অধিনায়ক অ্যালিস্টার কুকের। বাংলাদেশের বিপক্ষে ১০৮ রানের এই হার ইংলিশ-গৌরবে দাগ হয়ে থাকবে তো অবশ্যই। এই হারে হতাশা আছে। তবে কুক মনে করিয়ে দিলেন, এই সফরটা ক্রিকেটীয় ফলাফলের চেয়েও বেশি কিছু ছিল। সফরের আগে যে আলোচনায় ছিল একটাই বিষয় নিরাপত্তা। কুক নিজে সদ্যোজাত সন্তানকে এক পলক দেখেই আবার উড়াল দিয়েছেন দলকে নেতৃত্ব দেবেন বলে। শেষ পর্যন্ত পরাজয়ের স্মৃতি নিয়ে শেষটা হলেও ভালোয় ভালোয় সব শেষ হলো। বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ কুক বললেন, আবারও আসবেন তিনি এই দেশে।এই সিরিজের আগে নিরাপত্তা-ইস্যু ছাপিয়ে গিয়েছিল ক্রিকেটের ভাবনাকে। ইংল্যান্ড দল আদৌ বাংলাদেশ সফরে আসবে কি না, তৈরি হয়েছিল একধরনের অনিশ্চয়তা। আজ মিরপুরে ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুক তুলে ধরলেন সে প্রসঙ্গই, ‘এই সফরের আগে নিরাপত্তা নিয়ে অনেক কথা হয়েছে। এখানে আসা আদৌ উচিত হবে কি না, এসব নিয়েও কথা হয়েছে। কিন্তু আমার খুব ভালো লাগছে যে আমি বাংলাদেশে ইংল্যান্ড দলকে নেতৃত্ব দিতে পেরেছি। আমি এখানে আসতে পেরে সত্যিই গর্বিত।

বাংলাদেশের এই জয়টিকে বিশেষ অভিনন্দন জানালেন ইংলিশ অধিনায়ক, এই জয় সত্যিই বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ কিছু। মাঝেমধ্যে একটি খেলাতে অনেক কিছুই বড় হয়ে ওঠে। আমার মনে হয়, এই দেশে সবারই উচিত খেলতে আসা।অনভিজ্ঞতা’ই ঢাকা টেস্টে ইংল্যান্ডকে ডুবিয়েছে বলে মনে করেন কুক। ‘অনভিজ্ঞতা’ বলতে বাংলাদেশের কন্ডিশনে খেলার অনভিজ্ঞতা। কুকের মতে, ২৭৩ রান তাড়া করাটা খুব কঠিন। আজ খুব সম্ভবত এই কন্ডিশনে আমাদের অনভিজ্ঞতাই আমাদের ডুবিয়েছে। তবে, সত্যি কথা বলতে, এত রান আমাদের তাড়া করার কথা ছিল না। আমরা চার-পাঁচটি সুযোগ পেয়েছি। কিন্তু কাজে লাগাতে পারিনি। এই ভুলগুলো থেকে আমাদের দ্রুত শিক্ষা নিতে হবে।আসলেই দ্রুত শিখতে হবে। কদিন পরই যে ভারত সফর। সেখানেও অপেক্ষা করছে স্পিন-পরীক্ষা অন্যদিকে, চা বিরতিতে কোনটি বেশি গরম ছিল—চা, নাকি কোচের মেজাজ? মুশফিকুর রহিম জানালেন, দ্বিতীয়টাই!
এমন তো নয়, খেলোয়াড়েরা চা বিরতিতে গিয়ে চা-ই পান করেন। আজকের চা বিরতির সময় মুশফিকেরা কী কী খেয়েছেন, সেই মেন্যু পুরো জানা নেই। তবে একটা মেন্যুর কথা এতক্ষণে সবাই জেনে গেছে কোচ চণ্ডিকা হাথুরুসিংহের ধমক!উপমহাদেশের উইকেটে ২৭৩ রানের লক্ষ্য মোটেও সহজ কিছু নয়। কিন্তু বিনা উইকেটে ১০০ তুলে তরতর করে এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। সুইপ আর রিভার্স সুইপে বাংলাদেশের স্পিনারদের অসহায় করে ফেলেছেন ৫৬ তুলে ফেলা বেন ডাকেট। অন্য দিকে স্বচ্ছন্দ ছিলেন ৩৯ রানে অপরাজিত অ্যালিস্টার কুকও।
চা বিরতির পর প্রথম বলেই উইকেট তুলে নেয় বাংলাদেশ। সেখান থেকেই মাত্র ৬৪ রানের মধ্যে ইংল্যান্ডের ১০ উইকেট তুলে নেন মিরাজ ও সাকিব। চা বিরতির আগে যে বোলিং আক্রমণকে মনে হচ্ছিল নির্বিষ, চা বিরতির পর প্রতিটা বলেই সেই বাংলাদেশকে মনে হচ্ছিল কী দুর্বোধ্য! কী এমন রহস্য এই বদলে যাওয়ার? কী এমন খেয়েছিলেন মুশফিকেরা চা বিরতিতে?ম্যাচ শেষে অধিনায়ক স্বীকার করেছেন, কোচের মেজাজ খুব একটা ভালো ছিল না। কোচের বকুনি হজম করতে হয়েছে কি না, তা সরাসরি না বললেও মুশফিক বলেছেন, ‘উত্থান-পতন ছিলই। কখনোই বোঝা যাচ্ছিল না কোন দল জিতবে। চা বিরতির সময় কোচের মেজাজ গরম ছিল। আমরা যে খুব একটা ভালো বোলিং করছিলাম না। তবে জানতাম, এক-দুটি উইকেট পড়লেই বদলে যাবে দৃশ্যপট। এরপর বোলাররা ঠিক জায়গায় বল করল। সত্যিই তারা অসাধারণ ভূমিকা রেখেছে।
বোলারদের মধ্যে আসল ভূমিকা রেখেছেন মিরাজ ও সাকিব। মিরাজের ৬ উইকেট, সাকিবের ৪টি। চা বিরতির পর প্রথম বলেই ডাকেটকে ফিরিয়েছেন মিরাজই। সাকিবও চা বিরতির পর নিজের প্রথম ও দলের দ্বিতীয় ওভারের প্রথম বলে ফিরিয়েছেন জো রুটকে। এরপর মিরাজের একের পর চমক। প্রথম ৬ উইকেটের ৫টিই তাঁর। শেষ ব্যাটসম্যান ফিনকে ফিরিয়ে তিনিই মুড়ে দিয়েছেন।সাকিবের অবদান কোনো অংশে ছোট না করে তরুণ এই বোলারকে বাড়তি বাহবা দিলেন মুশফিক, মেহেদী যে এতটা আলো ছড়াবে ভাবতেই পারিনি। ও কিন্তু ব্যাটসম্যান হিসেবেও অনেক ভালো। আশা করি, ও একদিন বাংলাদেশের সেরা অলরাউন্ডার হয়ে উঠবে।মুশফিক বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ইংল্যান্ড দলকেও, সফরটা করার জন্য।ফল: বাংলাদেশ ১০৮ রানে জয়ী ।সিরিজ: ২ ম্যাচ সিরিজ ১-১ ড্র । ম্যান অব দ্য ম্যাচ ও সিরিজ: মেহেদী হাসান মিরাজ ।এদিকে, ইংল্যান্ড ক্রিকেট দলকে দ্বিতীয় টেস্ট ম্যাচে হারিয়ে সিরিজে সমতা আনায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া । এক অভিনন্দন বার্তায় তারা বলেন, আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে জয় এক অনন্য প্রাপ্তি।জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, ম্যানেচার, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদেরও অভিনন্দন জানান রাষ্ট্রপ্রধান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here