কাপাসিয়ায় ১০ টাকার চাউল আত্মসাতের অভিযোগে আওয়ামীলীগ নেতা ডিলারের কারাদন্ড

0
294

%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a6%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1গাজীপুরের কাপাসিয়ায় হতদরিদ্রদের জন্য সরকারের ১০ টাকার চাউল আত্মসাতের অভিযোগে আওয়ামীলীগ নেতা এক ডিলারকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান রবিবার রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তের নাম মোখলেছুর রহমান (৪৫)। কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের গাওরার এলাকার ডিলার মোখলেছুর রহমান স্থানীয় ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এবং ওই এলাকার মৃত সুলতান উদ্দিনের ছেলে।

কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমান জানান, হতহরিদ্রদের জন্য সরকারের বরাদ্ধকৃত ১০ টাকার চাউল বিক্রির জন্য কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের গাওরার দুলালপুর বাজার এলাকার ডিলার মোখলেছুর রহমান গত ১০ অক্টোবর উপজেলা খাদ্য গুদাম থেকে ১৩ টন চাউল উত্তোলন করেন। পরে তিনি মাস্টার রোল দাখিল করে সকল চাউল বিক্রি হয়েছে বলে প্রতিবেদন জমা দেন। কিন্তু জালিয়াতির মাধ্যমে হতহরিদ্রদের কাছ থেকে টিপসহি নিয়ে তাদের চাউল না দেয়ার অভিযোগ গোপন সূত্রে পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান গাওরার এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় তিনি চাউল বিক্রির জন্য ডিলারের জন্য নির্ধারিত স্থানের পরিবর্তে অন্যত্র লুকিয়ে রাখা অবস্থায় সাড়ে ৫ ’শ কেজি চাউল উদ্ধার করেন। পরে থানা পুলিশের সহায়তায় ডিলার মোখলেছুর রহমানকে আটক করে হতহরিদ্রদের জন্য বরাদ্ধকৃত চাউল আত্মসাত করার সহায়তার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। এসময় উদ্ধারকৃত চাউল জব্দ করা হয়।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here