পুনর্বাসন না করে হকার উচ্ছেদ ও ছাত্রলীগের অস্ত্রবাজি ও সন্ত্রাসের ঘটনায় গণসংহতি আন্দোলন নেতৃবৃন্দের তীব্র নিন্দা ও ক্ষোভ

0
0

%e0%a6%97%e0%a6%a3%e0%a6%b8%e0%a6%82%e0%a6%b9%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%a8

আজ ২৯ অক্টোবর ২০১৬, শনিবার গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সভায় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এবং কেন্দ্রীয় সমন্বয় পরিষদের অন্যতম নেতা অ্যাডভোকেট আবদুস সালাম এক বিবৃতিতে বলেন, পুনর্বাসন না করে হকার উচ্ছেদ করা অমানবিক। নগরে হকারদের বসার স্থান ও ব্যবসা পরিচালনা বিষয়ে সুশৃঙ্খল নীতিমালা প্রণয়নেরও দাবি করা হয় বিবৃতিতে। একইসাথে হকারদের কাছ থেকে পুলিশ ও সরকারি দলের মাস্তানদের বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবি জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ২৭ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের নেতৃত্বে এবং ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসী ও পুলিশের উপস্থিতিতে যেভাবে হকারদের উচ্ছেদ করা হয়েছে তা একদিকে অমানবিক এবং অন্যদিকে চাঁদাবাজির ইজার হাতবদলের নাটক মাত্র। কেননা তার পরেরদিনই অর্থাৎ গতকাল দোকানপ্রতি নির্দিষ্ট পরিমাণ চাঁদা প্রদান সাপেক্ষে আবারও তাদেরকে পুর্নবহাল করা হয়েছে। হাইকোর্টের রায় বাস্তবায়নের দোহাই দিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন হকার উচ্ছেদ করলেন। ঠিক পরেরদিনই আবার হকার বসানো হলো কোন রায়ের ভিত্তিতে? প্রশ্ন তোলেন নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, ঢাকাসহ ছোট বড় শহরগুলোতে রাস্তা ও ফুটপাথ দখল করে হকার বসানো এবং তাদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা উত্তোলন ক্ষমতাসীন দলের মাস্তান বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থার নিয়মিত ব্যবসায় পরিণত হয়েছে। অবিলম্বে এই সিন্ডিকেট ভাঙতে হবে এবং খেটে খাওয়া শ্রমজীবী মানুষের স্বার্থে অবিলম্বে একটি নীতিমালা প্রণয়ন করতে হবে যাতে করে নির্বিঘেœ তারা ব্যবসা করে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারে। ২৭ অক্টোবর ২০১৬ তারিখে যখন গুলিস্তানে উচ্ছেদ অভিযান চলে তখন পুলিশের পাশাপশি ছাত্রলীগের সন্ত্রাসীদের দেখা যায় অস্ত্র হাতে ত্রাস সৃষ্টি করতে। পুলিশ এখন পর্যন্ত এ সন্ত্রাসীদের অস্ত্র উদ্ধার বা অস্ত্রধারীদের আটক করতে পারে নি। নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here