এক ইঞ্চি রাস্তাও কাউকে দখল করতে দেওয়া হবে না: খোকন

0
0

মেয়র-খোকন

এক ইঞ্চি রাস্তাও কাউকে দখল করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।শনিবার রাজধানী নগর ভবনে ফুটপাতের হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হওয়ার পর কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভায়কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেন মেয়র। মহানগর নাট্যমঞ্চের পেছনের খালি অংশে হকারদের পুনর্বাসনের অস্থায়ী ব্যবস্থা করে শিগগিরই গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

তিনি বলেন, পুলিশ, র‌্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে আলোচনা করে উচ্ছেদ অভিযানের তারিখ ঠিক করা হবে। ওই দিন সব কাউন্সিলর উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।শনিবার বেলা একটার দিকে নগর ভবনে মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে কাউন্সিলর এবং সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। গত বৃহস্পতিবার গুলিস্তানে হকার উচ্ছেদ অভিযান নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এ সময় সাঈদ খোকন বলেন, পরবর্তী সময়ে মার্কেট তৈরি করে অস্থায়ী জায়গা থেকে হকারদের সরানো হবে। তিনি আরও বলেন, এক ইঞ্চি রাস্তাও অবৈধভাবে দখল করতে দেওয়া হবে না। যাঁরা জায়গা দখল করে জিনিসপত্রের পসরা নিয়ে বসেছেন, তাঁদের পুনর্বাসন করা হবে।গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গুলিস্তানে উচ্ছেদ অভিযান চালায় ডিএসসিসি। এ সময় গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ার পাতাল মার্কেট, ঢাকা ট্রেড সেন্টার দক্ষিণ, ঢাকা ট্রেড সেন্টার উত্তর, গুলিস্তান শপিং কমপ্লেক্স, সার্জেন্ট আহাদ পুলিশ বক্স ও ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডের চারপাশ থেকে পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এই উচ্ছেদকে কেন্দ্র করে ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারী ও একদল যুবকের সঙ্গে হকার এবং পাতাল মার্কেটের দোকানিদের দফায় দফায় সংঘর্ষ হয়। তখন গুলিবর্ষণের ঘটনাও ঘটে।

এই বিষয়ে সাঈদ খোকন বলেন, বিষয়টি অনাকাঙ্খিত ছিল। উচ্ছেদ অভিযান যখন চলছিল, তখন ম্যাজিস্ট্রেট এবং করপোরেশনের লোকদের উচ্ছেদকাজে বাধা দেন হকাররা। হকারদের পক্ষ থেকে ফাঁকা গুলি করা হয়। ম্যাজিস্ট্রেট ও করপোরেশনের লোকজন বাধা পেয়ে নগর ভবনে ফিরে আসতে বাধ্য হন। সে সময় হকারদের একটা অংশ নগর ভবনেও হামলা চালায়। মেয়র বলেন, যারা ফাঁকা গুলি করেছিল, তাদের বিষয়ে পুলিশকে বলা হয়েছে। পুলিশ নিজস্ব গতিতে তদন্ত চালাবে।সিটি করপোরেশন আয়োজিত সভায় মেয়র বলেন, গুলিস্তান ও পল্টন এলাকার হকারদের ঢাকা মহানগর নাট্যমঞ্চের অস্থায়ীভাবে পুর্নবাসন করে ওই সব এলাকায় অবৈধ স্থাপনা থেকে দখলমুক্ত করা হবে।

খোকন বলেন, অবৈধ দখলমুক্ত করতে গুলিস্তান ও পল্টন এলাকার মোট ব্যবসা করে আসা দুই হাজার পাঁচশ’ ছয়জন হকারকে চিহ্নিত করা হয়েছে। তাদের সাময়িকভাবে কাজী বশির মিলনায়তনের আশপাশের খালি জায়গায় পুর্নবাসন করা হবে।ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে অতি অল্পসময়ের মধ্যে এ অভিযানের জন্য দিনটি নির্ধারণ করা হবেও বলে জানান তিনি।

তিনি বলেন, হকারদের অবৈধ দখলের কারণে গুলিস্তান এলাকা যানজট লেগেই থাকে। ফলে যানজটের কারণে চোখের সামনে অ্যাম্বুলেন্সের রোগী মারা যাচ্ছে। পরীক্ষার্থীরা হলে যাওয়ার আগেই পরীক্ষার সময় চলে যাচ্ছে। পাশাপাশি ৬০ থেকে ৬৫ শতাংশ মানুষ ফুটপাত দিয়ে চলাচল উপযোগী করা হবে। এসময় সব কাউন্সিলররা তাদের নেতাকর্মীদের নিয়ে মেয়রের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন। এর আগের স্বাগত বক্তব্যে মেয়র বলেন, দীর্ঘদিন সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকা অবৈধ দখলে ছিলো। দখলমুক্ত করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছিলো। এরপর পুলিশসহ ঊর্ধ্বতন ব্যক্তিদের সহযোগিতায় দখলমুক্ত করেছি। ঠিক একইভাবে গুলিস্তান এলাকায় হকারদের দখল মুক্ত করা হবে। গুলিস্তান এলাকার ফুটপাতের এক ইঞ্চি রাস্তাও কাউকে দখল করতে দেওয়া হবে না।এসময় তিনি, এসব এলাকার হকারদের পুর্নবাসনের জন্য ঢাকা মহানগর নাট্যমঞ্চ ও ঢাকা ট্রেড সেন্টারসহ তিনটি জায়গার নাম প্রস্তাব করেন। এর পরিপ্রেক্ষিতে সব কাউন্সিলররা ঢাকা মহাগনগর নাট্যমঞ্চের কথা বলেন।মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাউন্সিলররা। এ সময় উপস্থিত ছিলেন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মন্নাফি, ৪৫, ৪৬ ও ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হেলেন আক্তার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here