গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের একদিন পর স্কুল ছাত্র এক জেএসসি পরীক্ষার্থীর লাশ বিল থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে নিহতের খালাতো ভাইসহ দু’যুবককে গ্রেফতার করা হয়েছে। নিহতের নাম পান্থ সাহা (১৫)। সে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার হামিদপুর গ্রামের উত্তম কুমার সাহার ছেলে এবং কালিয়াকৈর উপজেলার চাপাইর বিবি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
কালিয়াকৈর থানার এসআই মো. আশরাফুল ইসলাম ও এলাকাবাসি জানান, কালিয়াকৈর উপজেলার চাপাইর গ্রামের নিখিল সাহার বাড়ীতে পরিবার পরিজন নিয়ে উত্তম কুমার ভাড়া থেকে ট্রাক চালাতো। গত বুধবার বিকেল সাড়ে ৬টার দিকে উত্তম কুমারের ছেলে পান্থ সাহাকে তার (পান্থ’র) খালাতো ভাই শুভ সাহা মোবাইল ফোনে কালিয়াকৈর বাইপাস স্ট্যান্ড যেতে বললে পান্থ সাহা বাড়ি থেকে বের হয়্। এরপর থেকে সে নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার হদিস না পায় নি। অবশেষে তার বাবা কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় আটাবহ ইউনিয়নের মাথালিয়া গ্রামের সোনাইদা বিলে মাছ ধরতে গিয়ে জেলেরা পান্থ সাহার লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রাতেই ওই বিল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের গলায় ও ঘাড়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। সে এবছর চাপাইর বিবি উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী ছিল। খুনের এ ঘটনায় জড়িত সন্দেহে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শেওড়াতলী গ্রামের মৃত সুবল সাহার ছেলে শুভ সাহা (২১) ও একই এলাকার গৌতম শাহার ছেলে দীপ্ত সাহাকে (১৯) পুলিশ গ্রেফতার করেছে।
মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।