৫ দফা দাবিতে পাবনায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের মানববন্ধন

0
259

pabna-photo_03

নীতিমালা বহির্ভূত মেডিকেল টেকনোলজিস্ট কোর্স বন্ধ, সরকারি নিয়োগ চালু, বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার সুযোগ প্রদানসহ ৫ দফা দাবিতে পাবনায় মানববন্ধন করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ। বুধবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে জেলার শতাধিক মেডিকেল টেকনোলজিস্ট অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি নিয়োগ বন্ধ থাকায় দেশে স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রতিবছর প্রায় সাড়ে সাত হাজার টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পাস করার পরও বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন। কারিগরি শিক্ষাবোর্ডের নীতিমালা বহির্ভূত কোর্স চালু করে বিভিন্ন প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করছে। বক্তারা অবিলম্বে সরকারি-বেসরকারি হাসপাতালে গ্র্যাজুয়েট, ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নিয়োগ এবং নতুন পদ সৃষ্টির দাবি জানান। মানববন্ধন শেষে পাবনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

পাবনা প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here