দেশে গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আলোচনা প্রয়োজন: দুদু

0
272

%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%87%e0%a6%b8-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8

কাশ্মীর ইস্যুতে বাংলাদেশ সরকার ভারতের পক্ষ নিলেও জনগণ কাশ্মীরের সঙ্গে রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।বুধবার দুপুরে রাজধানী ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে কাশ্মীর ইস্যু এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতা’ শীর্ষ এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের’ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভারতের কঠোর সমালোচনা করেন বিএনপি নেতা দুদু।তিনি অভিযোগ করেন, ভারত যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করছিল ঠিক একইভাবে গণতন্ত্র হত্যার জন্য সহযোগিতা করছে।আওয়ামী লীগের কাউন্সিল থেকে গণতন্ত্রের পক্ষে কোনো সিদ্ধান্তু ও ঘোষণা না আসায় প্রত্যাশা পূরণ হয়নি বলে জানান দুদু। দেশে গণতন্ত্র ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আলোচনায় সরকারের প্রতি আলোচনার আহ্বান জানান। সকলের মতামতের ভিত্তিতে সার্চ কমিটি গঠন করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন শামসুজ্জামান দুদু।তিনি বলেন, আওয়ামী লীগের কাউন্সিলে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য বিষাক্ত ও বিদ্বেষমুলক। প্রধানমন্ত্রী বলেছেন যে করেই হোক আবার ক্ষমতায় যেতে হবে। তার এমন বক্তব্যে বুঝা যায় আগামী নির্বাচনও হবে ভয়াবহ। যে কোনো ভাবেই হোক তাদের ক্ষমতায় যেতে হবে।

তিনি আরো বলেন, তার (শেখ হাসিনা) দেওয়া বক্তব্য ও দেশের বর্তমান অবস্থায় বুঝা যায় গণতন্ত্রের স্থান হবে আজিমপুর গোরসস্থানের দিকে।একই সুরে ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে না গিয়ে ভুল করছে, চোলাবালিতে হারিয়ে যাবে। তার এমন বক্তব্যে সমালোচনা কওে দুদু বলেন, তারা এখন বাড়িতে বাড়িতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানী করছে।আয়োজক সংগঠনের সভাপতি এ কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সহ-সাংগঠনিক আব্দুস সালাম আজাদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্যে রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here