যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট গ্রহণের জন্য ফ্লোরিডা অঙ্গরাজ্যের ভোটকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে।আসছে ৮ নভেম্বরের এ নির্বাচনে ফ্লোরিডায় ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্েয তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের যেসব অঙ্গরাজ্েযর ভোটের ফলাফল প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে, সেই তথাকথিত ‘ব্যাটেলগ্রাউন্ড’ অঙ্গরাজ্যগুলোর মধ্েয ফ্লোরিডা অন্যতম।
অঙ্গরাজ্যটিতে মেইলের মাধ্যমে আগাম ভোট গ্রহণ এক সপ্তাহ আগেই শুরু হয়েছিল, এরই মধ্েয অঙ্গরাজ্যটির ১০ লাখেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছে বিবিসি।এ পর্যন্ত পুরো যুক্তরাষ্ট্রজুড়ে ৬০ লাখেরও বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন, প্রায় চার কোটি ৬০ লাখ ভোটার নির্বাচনের দিন ভোট দিবেন বলে ধারণা করা হচ্ছে।সিবিএস নিউজ ও ইন্টারনেট-ভিত্তিক আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইউগভ এর যৌথ জরিপে ফ্লোরিডায় ট্রাম্পের চেয়ে হিলারি তিন পয়েন্টে এগিয়ে আছেন বলে দেখা গেছে।অঙ্গরাজ্যটির ৪৬ শতাংশ ভোটার হিলারির পক্ষে ও ৪৩ শতাংশ ভোটার ট্রাম্পের পক্ষে সমর্থন প্রকাশ করেছেন। সাম্প্রতিক জরিপগুলোতেও দেখা গেছে জাতীয়ভাবে এবং কয়েকটি ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্েয প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের চেয়ে হিলারি অনেকটা এগিয়ে আছেন। সিএনএন ও বাজার গবেষণা প্রতিষ্ঠান ওআরসির জাতীয় জরিপে হিলারি ছয় পয়েন্টে এগিয়ে আছেন বলে দেখা গেছে। সম্ভাব্য ভোটারদের ৫১ শতাংশ হিলারির প্রতি এবং ৪৫ শতাংশ ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন।কয়েক দশক ধরে রিপাবলিকানদের শক্তিকেন্দ্র বলে পরিচিতি অঙ্গরাজ্য অ্যারিজোনা, জর্জিয়া ও ইউটাহেও ভোট এবার প্রত্যাশার চেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে জরিপে আভাস পাওয়া গেছে।
নির্বাচনের আর মাত্র ১৩ দিন বাকি। এই শেষ সময়ে দুই প্রার্থী এখন মনস্থির করেননি এমন ভোটারদের প্রভাবিত করতে সারাদেশ চষে বেড়াবেন বলে ধারণা করা হচ্ছে। তবে ওহাইও, নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা ও পেনসিলভ্যাইনিয়া মতো ব্যাটেলগ্রাউন্ড অঙ্গরাজ্েযগুলোতই তারা বেশি প্রচারণা চালাবেন বলে মনে করা হচ্ছে।