কক্সবাজার থেকে অপহৃত শিশুকে পাবনার ভাঙ্গুড়া থেকে উদ্ধার ও নারী অপহরনকারী গ্রেফতার করেছে র‌্যাব

0
0

picture

কক্সবাজারের উখিয়া থেকে অপহৃত এক শিশুকে উদ্ধার ও অপহরনকারী দলের এক নারী সদস্যকে গ্রেফতার করেঝে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে পাবনা জেলার ভাঙ্গুড়া বাসষ্ট্যান্ডে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরনাকীরে গ্রেফতার করা হয় ।

র‌্যাব ১২, সিপিসি-২, র‌্যাব ৭ থেকে গত ৬ অক্টোবর এ সংক্রান্ত এক অভিযোগের ভিত্তিতে জানতে পারে কক্সবাজারের উখিয়া থানার থাইংখালী (বর্তমানে মরিচা) গ্রামের মৃত আবছার ও মৃত রেহেনা আক্তারের ছেলে শিশু ফাহাত ইসলাম বাবু (৬) অপহরন হয় এবং বর্তমানে তারা পাবনা জেলায় অবস্থান করছে। এই অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা জোরদার করে অভিযোগের সত্যতা খুঁজে র‌্যাব-১২, সিপিসি ২ পাবনা ক্যাম্প। সোমবার রাত সাড়ে ১১টার দিকে র‌্যাবের এ্যাডিশনাল এসপি বীণা রানী দাস এর নেতৃত্বে পাবনা জেলার ভাঙ্গুড়া থানাধ ভাঙ্গুড়া বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অপহরনকারী নুর আয়েশা ওরফে মুন্নি (২০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অপহরনকারী মুন্নি ওই এলাকার আয়ুব আলীর মেয়ে। এরপর র‌্যাব পাবনা ক্যাম্প কক্সবাজার জেলার উখিয়া থানায় যোগাযোগ করলে অপহৃত শিশুর অভিভাবক হিসেবে তার মামা জাহিদুল ইসলাম সাদ্দাম ও অপহরন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান কামাল সঙ্গীয় ফোর্সসহ কক্সবাজার থেকে পাবনা ক্যাম্পে শিশুটিকে ফেরৎ নিতে আসেন। র‌্যাব পাবনা ক্যাম্প মামলার তদন্তকারী কর্মর্তার কাছে উদ্ধারকৃত শিশু ও গ্রেফতারকৃত অপহরনকারী নারীকে হস্তান্তর করেন।

পাবনা প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here