দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনবে আ.লীগ:কাদের

0
178

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এই পদে তাঁর নাম প্রস্তাব করেছিলেন সৈয়দ আশরাফুল ইসলাম। সেটাই হচ্ছে বড় চমক।২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে রূপান্তরের লক্ষ্যে ভিশন’২০২১ বাস্তবায়ন, সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করা ও আগামী নির্বাচনে বিজয়ী হওয়াই হবে আওয়ামী লীগের নতুন কমিটির মূল কাজ।এ লক্ষ্যে শেখ হাসিনার ডায়নামিক লিডারশিপে তৃণমূল পর্যায় পর্যন্ত গণসংযোগ ক রে আগামী নির্বাচনের জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রথম অনুভূতি জানাতে গিয়ে সোমবার (২৪ অক্টোবর) দুপুরে এসব কথা বলেন তিনি। ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয় সংলগ্ন প্রিয়াংকা কমিউনিটি সেন্টারে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ওবায়দুল কাদের।সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির, আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচিত এই নেতা সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা চমকের কথা শুনেছিলেন। সম্মেলনে আমার নাম প্রস্তাব করেছেন সৈয়দ আশরাফুল ইসলাম। সেটাই হচ্ছে বড় চমক। শেখ হাসিনার নেতৃত্বের ম্যাজিক পাওয়ার।ওবায়দুল কাদের আরও বলেন, আজকে মন্ত্রিসভায় সৈয়দ আশরাফুল ইসলামকে দেখলাম। তিনি একদম বিচলিত নন। তাঁর মধ্যে কোনো হতাশা নেই। তিনি এটাকে স্বাভাবিক হিসেবে নিয়েছেন। এটাই আওয়ামী লীগের সৌন্দর্য। সৈয়দ আশরাফকে ধন্যবাদ জানান ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, সৈয়দ আশরাফের সাত বছরের নির্দেশনা থেকে পাওয়া অভিজ্ঞতা নিয়ে তিনি কাজ করে যাবেন। তাঁর সঙ্গে মতান্তর হতে পারে। কিন্তু মনান্তর হবে না।দলকে তৃণমূল পর্যন্ত আরও শক্তিশালী করতে চান বলে জানান আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের। দুটি খারাপ কাজ ১০টি বড় অর্জনকে ম্লান করে দিতে পারে বলে তিনি মন্তব্য করেন।আওয়ামী লীগের সম্মেলনে বিএনপির যোগ না দেওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিনন্দন জানিয়েছেন। সেটা মনেপ্রাণে জানিয়েছেন কি না জানি না। যদি তাঁরা সম্মেলনে আসতেন তাহলে বুঝতাম। তাঁরা কথা দিয়ে কথা রাখলেন না। সম্মেলনে না আসায় বুঝতে হবে এর মধ্যে ডালমে কুছ কালা হ্যায়।

দলে কোনো বিভেদ আসবে কি নাÑসাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি জীবনে আঞ্চলিকতার রাজনীতি করিনি। সারা বাংলাদেশে দায়িত্ব নিয়ে কাজ করেছি। রাজনীতিতে আমাদের একটা কমিটমেন্ট আছে। আমরা এর বাইরে যেতে পারি না।’নিজেকে মন্ত্রী নয়, কর্মী উল্লেখ করে কাদের বলেন, ‘আগে আমি যখন রাস্তায় যেতাম, তখন দলের নেতাকর্মীরা আমাকে পেয়ে কোনো অভিযোগ করলে আমি কোনো সমাধান দিতে পারতাম না। এখন সুবিধা হবে, রাস্তায় যাবো, তৃণমূলেও যাবো। আমি অভিযোগের সমাধান ও সিদ্ধান্ত স্পটে দিতে পারবো। প্রয়োজনে স্পট থেকে মোবাইল ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সমাধান করবো।নিজের সাধারণ সম্পাদক পদ পাওয়ার অনুভূতিতে তিনি বলেন, আমি আমার পরিশ্রমের পুরস্কার পেয়েছি। রাজনৈতিক জীবনের সর্বোচ্চ পুরস্কার পেয়েছি। নেত্রী আমাকে সর্বোচচ স্বীকৃতি দিয়েছেন।আঞ্চলিকতার প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, নেত্রী আমাকে গোটা বাংলাদেশের দায়িত্ব দিয়েছেন। এ এক সুবিশাল দায়িত্ব। আমার বাড়ি একটি অঞ্চলে, কিন্তু আমার দল সবকিছুর ঊর্ধে। তার ওপরে দেশ। তাই এখানে কোনো আঞ্চলিকতা নেই। আমি যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করি, তাহলে নেত্রীর আস্থার অমর্যাদা হবে।বিদায়ী সাধারণ সম্পাদক ও নতুন সভাপতিমন্ডলীর সদস্য সৈয়দ আশরাফুল ইসলামকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘সাধারণ সম্পাদক হিসেবে তার সাত বছরের অভিজ্ঞতা ও পরামর্শ আমার দায়িত্ব পালনে সহযোগিতা করবে।আজকেও কেবিনেটে তার সঙ্গে আমার দেখা হয়েছে। তার মুখাবয়বে কোনো বিচলিত হওয়া বা হতাশার ছায়া দেখিনি। গত কয়েকটি কেবিনেটের চেয়েও তাকে আজ বেশি প্রাণবন্ত মনে হয়েছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির বিউটি’।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা যেখানে আছেন সেখানে অনৈক্য-বিভেদ প্রশ্রয় পাবে না’।এই যে সৈয়দ আশরাফুল ইসলাম আমার নাম প্রস্তাব করলেন, এটাই এবারের সম্মেলনের চমক এবং শেখ হাসিনার নেতৃত্বের ম্যাজিক পাওয়ার। প্রেস ব্রিফিংয়ের আগে ধানমন্ডি কার্যালয়ের সামনে সর্বস্তরের নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন ওবায়দুল কাদের। তিনি সারাদেশ থেকে আসা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।প্রেস ব্রিফিং শেষে কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায় ৭৮টি সাংগঠনিক জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে বসবেন নতুন এই সাধারণ সম্পাদক।

তাদের নিয়ে একসঙ্গে মধ্যাহ্নভোজ শেষে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গণভবনে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাবেন। বিকেল ৫টায় তাদের মধ্যে বৈঠক হবে।ওবায়দুল কাদের জানান, সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের ৮১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা হবে। আজ-কালের মধ্যে সম্পাদকম-লীর নেতাদের নাম, দু’একদিনের মধ্যে সভাপতিম-লীর সদস্যদের নাম এবং তিন থেকে চারদিনের মধ্যে কার্যনির্বাহী সদস্যদের নাম ঘোষণা করা হবে।তৃণমূল নেতাকর্মীদের জন্য তার দরজা সব সময় খোলা থাকবে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে, গুণগত মান নিয়ে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ‘আওয়ামী লীগ সুশৃঙ্খল হতে শুরু করেছে। উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের আচরণের গুণগত মানও বাড়ছে- বলেছেন তিনি।সজীব ওয়াজেদ জয় আমাদের ফিউচার লিডার’ বলেও মন্তব্য করেন তিনি।প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ গুণগতভাবে এগিয়ে যাচ্ছে। আমরা আমাদের আচরণকেও শৃঙ্খলিত করছি। তবে আরও গ্রহণযোগ্য করার পথে আমাদের এগিয়ে যেতে হবে। ভবিষ্যতে আওয়ামী লীগের অভ্যন্তরে আরও গুণগত পরিবর্তন হবে। বাংলাদেশকে বদলাতে হলে আমাদের প্রত্যেক নেতাকর্মীকে নিজেদের বদলাতে হবে, আচরণে পরিবর্তন আনতে হবে।

আমাদেরকে জনগণের কাছে আরও গ্রহণযোগ্য করতে হবে’- বলেন তিনি।মন্ত্রিত্ব সামলেও আগের মতোই দলকে সময় দেবেন বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি নিজেকে মন্ত্রী বলে মনে করি না। শেখ হাসিনার একজন কর্মী মনে করি, সরকারের একজন কর্মী মনে করি, দলের একজন কর্মী মনে করি। তাই সবকিছুই আগের মতো ভালোভাবেই চলবে’।

সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাবেন। বিকেল ৫টায় তাদের মধ্যে বৈঠক হবে। : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পরও তার সরকারি দায়িত্ব পালন ও কর্মসূচির কোনো পরিবর্তন হবে না এবং সব কার্যক্রম আগের মতোই চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর প্রথম সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এসে তিনি জানান, দলীয় দায়িত্ব পেলেও তার রাষ্ট্রীয় দায়িত্ব পালন আগের মতোই থাকবে। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হওয়ার পর তাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, সব কর্মসূচি আগের মতোই থাকবে। কোনো পরিবর্তন হবে না। সোমবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় সচিবালয়ে নিজ অফিস কক্ষে আসেন ওবায়দুল কাদের। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মন্ত্রীও তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে মিষ্টিমুখ করান। তবে এ সময় সাংবাদিকরা কথা বলতে চাইলেও তিনি কোনো কথা বলেননি।

সহকর্মীদের শুভেচ্ছা নেওয়ার পর পরই নিজের রাষ্ট্রীয় দায়িত্বে মনোনিবেশ করেন মন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা-চট্টগ্রাম চারলেন প্রকল্পের প্রকল্প পরিচালককে ডেকে নেন তিনি। কুমিল্লা ও ফেনীর ফ্লাইওভারের কাজের অগ্রগতিরও খবর নেন। এরপর বিআরটিএ’র স্বয়ংক্রিয় ল্যাবের অগ্রগতি নিয়ে খোঁজ নেন। আগামী ২৭ নভেম্বর এ ল্যাবের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। সকাল দশটায় সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে যোগ দেন ওবায়দুল কাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here