আমি থাকতে থাকতে নতুন নেতৃত্ব আনুন: শেখ হাসিনা

0
511

22-10-16-al-conference_pm_sohrawardi-uddan-18

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি চাই বেঁচে থাকতে থাকতে নেতা নির্বাচন করে দলকে শক্তিশালী করে যাবো ।’ এ সময় কাউন্সিলররা দাঁড়িয়ে সমস্বরে ‘না, না’ বলে চিৎকার করে ওঠেন। রবিবার সকালে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা করেন। এর আগে শেখ হাসিনার সভাপতিত্বে সকাল ৯টা ৪০ মিনিটে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হয়।

আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সামনে নির্বাচন, জনগণের কাছে যেতে হবে। তৃতীয় দফা নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণের দোর গোড়ায় যেতে হবে। উন্নয়নের কথা বলতে হবে।’ তিনি আরও বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আসতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ব্যাপক প্রচার করতে হবে। মানুষকে বোঝাতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন হবে।’

শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ আমার পরিবার, আমার আপনজন। আমার সন্তানদের এত সময় দেইনি, আওয়ামী লীগকে যত সময় দিয়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here