রাজধানীর জুরাইন এলাকায় গ্যাসের পাইপ বিস্ফোরণে একই পরিবারের চারজনসহ মোট ৫ জন দগ্ধ হয়েছে ।গুরতর আহত অবস্থায় তাদের সবাইকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
জুরাইনের বউবাজার মদিনা মসজিদের পাশে একটি টিনশেড বাড়িতে আজ শনিবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসেন স্থানীয়রা।বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পালের উদ্ধৃতি দিয়ে মেডিকেল সংবাদদাতা জানান, দগ্ধ সবার অবস্থা সংকটাপন্ন।আগুনে কালামের ৬০ শতাংশ, তার স্ত্রী জেসমিনের ৩৯ শতাংশ, ছেলে রনির ৪০ শতাংশ, ভাতিজি শারমিনের ৩৮ শতাংশ ও প্রতিবেশী সোহানার ১০ শতাংশ পুরে গেছে।মেডিকেল সংবাদদাতা জানান, সিগারেট ধরাতে গেলে হঠাৎ পুরো ঘরে আগুন জ্বলে উঠে বলে আহতরা জানিয়েছেন।