কুমিল্লার নাঙ্গলকোটে রেললাইনের পাশে এক সেনা সদস্যের লাশ পাওয়া গেছে, যাকে ছুরি মেরে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।লাকসাম রেলওয়ে থানার ওসি স্বপন কান্তি বড়ুয়া জানান, শনিবার উপজেলার গোত্রশাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আব্দুর রহমান বগুড়া সেনানিবাসে সৈনিক পদে কর্মরত ছিলেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ গ্রামের মফিজুর রহমানের ছেলে।ওসি স্বপন বলেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে আব্দুর রহমান বগুড়া থেকে চট্টগ্রামে গিয়েছিলেন। পটিয়া সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে রাতের ট্রেনে কুমিল্লা হয়ে ফিরছিলেন তিনি।রাতের কোনো এক সময় নাঙ্গলকোটে দুবৃর্ত্তরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। তার দেহে ১৪টি ছুরিঘাতের চিহ্ন রয়েছে।লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।