আমন্ত্রণ পেলেও আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেয়নি বিএনপি।দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির কোনো প্রতিনিধি এখন পর্যন্ত অংশ নেননি। সম্মেলনে কেউ যাবেন কি না, এ ব্যাপারে বিএনপির কেউ কিছু বলতে পারছেন না।শনিবার সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা সোয়া ১১টার দিকে বিএনপির প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির বলেন, এখন পর্যন্ত কাউকে আওয়ামী লীগের সম্মেলনে দলের প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে বা পাঠানো হবেÑএমন কোনো তথ্য তাঁদের কাছে নেই।গত বুধবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানানো হয়। মির্জা ফখরুল বলেছিলেন, তাঁরা যাবেন কি না, এ ব্যাপারে দলীয় ফোরামে সিদ্ধান্ত নেওয়া হবে। গতকাল শুক্রবার দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছিলেন, তাঁরা কাউন্সিলে যাবেন।গত মার্চে বিএনপির সর্বশেষ কাউন্সিলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে আমন্ত্রণ জানানো হয়। সেই কাউন্সিলে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি পাঠানো হয়নি। ২০০৯ সালে আওয়ামী লীগের ও বিএনপির কাউন্সিলে দুই দলই প্রতিনিধি পাঠিয়েছিল।
এই বছরের এপ্রিলে বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগ যোগ না দিলেও ক্ষমতাসীন দলের সম্মেলনে অংশ নেবেন বলে একদিন আগে জানিয়েছিলেন বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল।তবে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির কোনো প্রতিনিধি দলকে দেখা যায়নি।গত বৃহস্পতিবার আওয়ামী লীগের আমন্ত্রণপত্র পাওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।
তবে সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়ে বিএনপির কোনো নেতার প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।দলের শীর্ষ পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিষয়টি নিয়ে সর্বোচ্চ ফোরামে কোনো সিদ্ধান্ত হয়নি। কোনো প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত না হওয়ায় কেউ যায়নি।যুগ্ম মহাসচিব আলালের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে কোনো খবর নাইরে ভাই। কোনো মেসেজ মহাসচিবের কাছ থেকে পাইনি।নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেন, আওয়ামী লীগ বিএনপির সম্মেলনে না আসার পাশাপাশি যে আচরণ করেছিল, তা তাদের সম্মেলনে যোগ দেওয়ার পথ কঠিন করে দিয়েছে।বিএনপি অংশ না নিলেও দলটির ঘনিষ্ঠ দল বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন।আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের বাইরে সিপিবি নেতা মনজুরুল আহসান খান ও মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদ নেতা আ স ম আবদুর রব এবং বিএনপি থেকে বহিষ্কৃত নাজমুল হুদা সম্মেলনে যোগ দেন।