আওয়ামী লীগের সম্মেলনে বি চৌধুরী-নাজমুল হুদা

0
387

%e0%a6%86%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b2%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%ac%e0%a6%bf

বিএনপি অংশ না নিলেও দলটির রাজনৈতিক মিত্র বিকল্পধারা আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছে।বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর পাশাপাশি শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন দলের সম্মেলনে যোগ দেন বিএনপির বহিষ্কৃত নেতা নাজমুল হুদাও।বিএনপির প্রতিষ্ঠাকালীন মহাসচিব বি চৌধুরীর দল বিকল্পধারা আওয়ামী লীগ সরকারের সমালোচনামুখর। বিএনপি জোটে না গেলেও তাদের বিভ্ইন কার্যক্রমে সমর্থন রয়েছে দলটির। বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে বাংলাদেশ জাতীয় জোট নামে নতুন দল গঠনকারী নাজমুল হুদা আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলে যোগ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

আওয়ামী লীগের সম্মেলেনে ১৪ দলীয় জোটের বাইরে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, উপদেষ্টা পরিষদের সদস্য মনজুরুল আহসান খান, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব যোগ দেন।
১৪ দলীয় জোট নেতাদের মধ্যে ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের একাংশের সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরীন আখতার, জাসদের আরেক অংশের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ন্যাপ নেতা এনামুল হক, তরীকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী প্রমুখ।

এদিকে, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলনের সাফল্য কামনা করে দলটির নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন।সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠেয় আইপিইউয়ের ১৩৫তম অ্যাসেম্বলিতে অংশ নিতে সুইজারল্যান্ড যাওয়ার আগে আজ শনিবার সকাল ১০টায় বিমানবন্দরে তিনি এ কথা বলেন।বিরোধীদলীয় নেতার তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মামুন হাসান এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন। শনিবার সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে আওয়ামী লীগের সম্মেলন। সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত রয়েছেন অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here