রোগ প্রতিরোধে শতভাগ স্যানিটেশন জরুরি

0
141

%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8-%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%beবিভিন্ন বায়ুবাহিত ও পানিবাহিত রোগ থেকে মুক্তির জন্য শতভাগ স্যানিটেশন জরুরি দরকার। এ ব্যাপারে সরকারি ও বেসরকারি সংস্থাসহ সমাজের মানুষকে একযোগে কাজ করতে হবে।স্বাস্থ্যবান সমাজ গঠনে স্যানিটেশনের প্রচারাভিযানকে এখন সামাজিক আন্দোলনে রূপ দেয়ার সময় এসেছে। স্যানিটেশনের প্রচারণাকে সম্পূর্ণ সফল করার কোন বিকল্প নেই।

জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস উপলক্ষেবৃহস্পতিবার নগরীর জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বরেন।বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (ডিপিএইচই) এই কর্মসূচির আয়োজন করে।‘সবার জন্যজাতীয় স্যানিটেশন প্রচারাভিযান’ এই বিষয়কে আরো জোরালো করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আলোচনায় মূল শ্লোগান ছিল, ‘উন্নত জীবনের জন্য অবশ্যই সবার চাই স্যানিটেশন।ডিপিএইচই’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধীর কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আবদুল হান্নান প্রধান অতিথি ও রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আজাহার আলী বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. শরীফ উদ্দিন, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আবদুস সালাম ও ইউনিসেফ প্রতিনিধি মইনুল ইসলামও বক্তব্য রাখেন।প্রধান অতিথি আবদুল হান্নান বলেন, জনগণকে বায়ু ও পানিবাহিত রোগ থেকে মুক্তি দিতে দূষণমুক্ত পরিবেশের জন্য স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের প্রচারাভিযানকে সফল করে তুলতে হবে।তিনি সমাজ ও ধর্মীয় নেতাদেরকে তৃণমূল পর্যায়ে প্রচারাভিযান কাজে অন্তর্ভুক্ত করার জন্য সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান, যাতে এটি একটি সামাজিক আন্দোলনে রূপ নিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here