হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে খ্যাত রাজৈর উপজেলার কদমবাড়ি ও এর আশ-পাশের এলাকা। অঞ্চলটি আওয়ামীলীগের ভোট ব্যাংক হিসেবে পরিচিত। অথচ, রাজনৈতিক দ্বিধা বিভক্তির কারণে সেখানেই পরাজিত হয়েছেন আওয়ামীলীগের ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দীনেশ বিশ্বাস। শুধু তাই নয় রাজনৈতিক দ্বন্দ্বের রোষানলে পুড়ছে কদমবাড়ির প্রায় ৩০ হাজার সংখ্যালঘু। অবৈধ টাকা ও পেশী শক্তির প্রভাবে, হীন স্বার্থ চরিতার্থের জন্য এখানকার সংখ্যালঘু সম্প্রদায়কে ত্রিধা বিভক্ত করে রাখা হয়েছে। এলাকার বৃহৎ একটি জনগোষ্ঠী সব সময় আতঙ্কে থাকে। কদমবাড়ি ইউনিয়নের বিতর্কিত চেয়ারম্যান বিধান বিশ্বাসের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে এলাকার শত শত শান্তি প্রিয় মানুষের অভিমত। যে কোন মূহূর্তে এলাকায় বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষের আশ্কংা করছেন সচেতন মহল।
একাধিক গোয়েন্দা সূত্র এবং মামলার বিবরণ ও অনুসন্ধান করে জানা গেছে, ২০০১ সালে বিএনপি-জামাত জোট সরকার ক্ষমতায় এলে কদমবাড়ি ইউনিয়ন বিএনপি সভাপতি গোলক বসু চেয়ারম্যান নির্বাচিত হন। তখন আড়–য়াকান্দি গ্রামের অর্জুন বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস, তার ভাই ধিতান বিশ্বাস ও এদের ভগ্নিপতি নিখিল হাজরা গোলক বসুর সান্নিধ্যে এসে এলাকায় আধিপত্য বিস্তার শুরু করে। তারা ২০০২ থেকে ২০০৮ সাল পর্যন্ত বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থেকে জাল টাকার ব্যবসা, অবৈধবাবে মালয়েশিয়ায় মানব পাচারসহ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। বিধান বিশ্বাসের ক্ষমতার দাপটে আওয়ামীলীগের বহু নেতাকর্মী এলাকা ছাড়া হয় এবং কেউ কেউ ভারতে আশ্রয় নেয়। বিভিন্ন ঘটনায় মাদারীপুর ও ঢাকায় তাদের বিরুদ্ধে দুই ডজন মামলা হয়। এখনো ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের সি.আর ১৪৩/২০১১ নং মামলায় বিধান বিশ্বাসের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে।
২০০৮ সালে আওয়ামীলীগ ক্ষমতায় এলে বিএনপি-জামাতের ইউপি নেতা বিধান বিশ্বাস আওয়ামীলীগে যোগদান করে। ২০১১ সালের ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে দীনেশ বিশ্বাসের কাছে পরাজিত হয়। দীনেশ বিশ্বাস ছাত্র জীবন থেকেই প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং ১৯৯৬ সালে আওয়ামীলীগে যোগদান করে। ২০১৬ সালে ইউপি নির্বাচনে দীনেশ বিশ্বাস নৌকা প্রতীক পেয়ে আওয়ামীলীগের প্রার্থী হন। এ সময় বিধান বিশ্বাস তথ্য গোপন রেখে নির্বাচন কমিশনের শর্ত ভঙ্গ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ উপেক্ষা করে ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হয়। নির্বাচনে আওয়ামীলীগের কদমবাড়ি ইউপি সভাপতি বিনোদ গাইন ও সাংগঠনিক সম্পাদক অপূর্ব গাইনসহ কিছু সুযোগ সন্ধানী ব্যক্তি গোপনে বিধান বিশ্বাসের পক্ষে কাজ করে। শুধু তাই নয় জেলা ও উপজেলা আওয়ামীলীগের দু‘গ্র“প দু‘পক্ষ অবলম্বন করায় আওয়ামীলীগ প্রার্থীর পরাজয় ঘটে। ফলশ্রুতিতে বিদ্রোহী প্রার্থী বিধান বিশ্বাস চেয়ারম্যান নির্বাচিত হয়। নির্বাচিত হওয়ার পর সে আরো বেপরোয়া হয়ে ওঠে। সন্ত্রাসী কর্মকান্ডের পাশাপাশি সরকারি গাছ চুরি, কালি মন্দিরের সোলার প্যানেল খুলে নেওয়া, প্রতিপক্ষের লোকজনকে হুমকি-মারধর, সুপ্রিম কোর্টের বিচাপতির বিরুদ্ধে অবৈধ সমাবেশ, মানববন্ধন, রাজৈর উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করে বিতর্কের জন্ম দেয় এই জনপ্রতিনিধি। এ সব ঘটনায় তার বিরুদ্ধে আরো ৩টি মামলা হয়।
মামলা থেকে রেহাই পাওয়ার জন্য বিধান বিশ্বাস নিজে আত্মগোপনে থেকে চলতি বছর ৪ সেপ্টেম্বর এলাকার কিছু নারী-পুরুষ রাজৈরে এনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি পালন করে। ঐদিন বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপী মানববন্ধন করে জন দুর্ভোগ সৃষ্টি করে। এ সময় বিক্ষোভকারীরা সুপ্রিমকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরকে উদ্দেশ্য করে অশ্লিল শ্লোগান দিয়ে মিছিল বের করে মহাসড়ক অবরোধ করে ।
অনুসন্ধান করে আরো জানা গেছে, বিধান বিশ্বাসের উত্থানের নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনী। বিএনপি-জামাত জোট সরকারের সময় বিধান বিশ্বাস, তার ভাই ধিতান বিশ্বাস ও ভগ্নিপতি নিখিল হাজরা যোগসাজসে জাল টাকার কারবার ও অবৈধ পথে মালয়েশিয়ায় মানব পাচার শুরু করে। বিধানের বড় ভাই ধিতান বিশ্বাস মালয়েশিয়ায় গিয়ে আন্তারামবাঞ্ছা নামের এক রেড ইন্ডিয়ানকে বিয়ে করেন। তারা মালয়েশিয়ার হেরামবানে রেকানটেক কলেজ নামে একটি প্রতিষ্ঠান চালু করে বাংলাদেশ থেকে গলাকাটা পাসপোর্ট ও জাল স্টুডেন্ট ভিসার মাধ্যমে মানব পাচার শুরু করে। মাদারীপুরসহ বিভিন্ন জেলার কয়েক‘শ শিক্ষিত/অশিক্ষিত যুবককে ধাপে ধাপে মালয়েশিয়া নিতে শুরু করেন। সেখানে ঐসব যুবক প্রতারিত হয়ে দীর্ঘদিন অনাহারে-অর্ধাহারে থেকে মানবেতর জীবন যাপন করে। পরে তারা বাংলাদেশী কিছু মানুষ ও পুলিশের সহায়তায় দেশে ফিরে আসে। একই সময় বিধান বিশ্বাস পরিচালিত কৃষক কল্যাণ সমিতিতে জাল টাকা দিয়ে ঋণ বিতরণ করলে জাল টাকার কারবার ধরা পড়ে। তখন রাজৈর থানার পুলিশ তাদের বাড়িতে তল্লাশী চালিয়ে ঘরের বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমান জাল টাকা উদ্ধার করে। তাদের মানব পাচার ব্যবসা দিন দিন বিস্তার ঘটে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে। টাকার দাপটে শুরু হয় উচ্চ মহলে উঠাবসা। তখন থেকে স্থানীয় পুলিশের কর্মকর্তা, ঢাকার পুলিশের বড় ধরণের ক‘জন অফিসার, প্রশাসনিক ব্যক্তিবর্গ, জনশক্তি রপ্তানীর কর্তা ব্যক্তিদের সাথে সখ্যতা গড়ে উঠার সুবাদে এবং অদৃশ্য হাতের ইশারায় তাদের ব্যবসা সুদৃঢ় হয়।
২০১০ সালের ২৬ সেপ্টেম্বর ঢাকার যাত্রাবাড়ি থানায় বিধান বিশ্বাসের বিরুদ্ধে মানব পাচার আইনে আরো একটি মামলা হয়। মামলাটি দায়ের করেন পটুয়াখালীর কাঠালিয়া উপজেলার দৌলতপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে মো. মিরাজুল নামের এক ব্যক্তি। ২০১৪ সাল পর্যন্ত বিধান বিশ্বাস আদালতে হাজিরা দিলেও পরবর্তীতে আদালতে হাজিরা না দিয়ে পালিয়ে বেড়ায়। উদ্ভুত এ সব পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কদমবাড়ির সংখ্যালঘু সম্প্রদায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।
এদিকে কদমবাড়ি ইউপি চেয়ারম্যান বিধান বিশ^াসের দায়িত্ব পালনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। কদমবাড়ি ইউনিয়নের ভোটারদের আবেদনের প্রেক্ষিতে রবিবার (১৬ অক্টোবর) বিচারপতি নাঈমা হালদার ও বিচারপতি সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সাথে ঢাকার মূখ্যমহানগর আদালতের বিচারাধীন মানবপাচার মামলার পলাতক আসামী বিধান বিশ^াসকে চেয়ারম্যান পদ থেকে কেন অপসারণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। স্থানীয় সরকার সচিব, মাদারীপুর জেলা প্রশাসক, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ইউপি চেয়ারম্যান বিধান বিশ^াসকে রুলের জবাব দিতে বলা হয়েছে।বিধান বিশ্বাসের ০১৭১২৪৫৫৮১১ নং মোবাইলে বার বার ফোন করা হলে রিসিভ না করায় তার বক্তব্য দেওয়া সম্ভব হলো না।
এ ব্যাপারে পুলিশের কোন কর্মকর্তা মন্তব্য করতে রাজী হয়নি। তবে রাজৈর থানার ওসি কামরুল হাসান বলেন, “বিধান বিশ্বাসের ব্যাপারে আপনিও জানেন, আমিও জানি, তাকে গ্রেফতারের বিষয়টি বলতে পারে মামলার তদন্তকারী অফিসার।”
জেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি এ্যাডভোকেট সুজিত চাটার্জী বাপ্পী বলেন, বিধান বিশ্বাস একজন বিতর্কিত ব্যক্তি। সে বিগত রাজৈর উপজেলা নির্বাচনে বিএনপি প্রার্থী মিল্টন বৈদ্যর প্রধান নির্বাচন সমন্বয়কারী ছিল।এ ছাড়া তার বিরুদ্ধে মাদক, জাল টাকার কারবার, অবৈধ মানব পাচার অভিযোগে ঢাকা ও মাদারীপুরে বহু মামলা রয়েছে। সে দলের সিনিয়র নেতাদের সম্মন্ধে অশালীন মন্তব্য করে। সবচেয়ে বড় ব্যাপার, সে হাইকোর্টের একজন সিটিং বিচারপতির বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করে তার ফেসবুকে আপলোড দিয়ে আদালত অবমাননা করেছে। আমি তার বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি মামলাও করেছি। আওয়ামীলীগের কিছু নেতার মদদে বিধান বিশ্বাস বেপরোয়া হয়ে উঠেছে।