ঢাবি ক ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত: প্রশ্ন জালিয়াতিতে আটক ১৩

0
0

%e0%a6%a2%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%95-%e0%a6%87%e0%a6%89%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%9f%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%95ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ক ইউনিটের অধীনে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুক্রবার সকালে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ফার্মেসি অনুষদের ডিন ও ক ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম তার সঙ্গে ছিলেন।

ফার্মেসী অনুষদের ডিনের কার্যালয়ে উপস্থিত থেকে পরীক্ষা পর্যবেক্ষণ করেন প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাগণ।উল্লেখ্য, ক-ইউনিটে ১৭৪৫টি আসনের জন্য মোট ৯০ হাজার ৪২৭ জন ভর্তিচছু ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৮৭টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ১৩ জনকে আটক করেছে কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এম আমজাদ আলী জানান, শুক্রবার সকালে বিভিন্ন কেন্দ্র থেকে ওই ১৩ জনকে আটক করেন তারা।পরীক্ষার সময় তারা মোবাইল ফোনের এসএমএস ও বিভিন্ন ধরণের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করছিল।পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী লালবাগ সার্কেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রবীন্দ্র চাকমা বলেন, ওই ১৩ জনকে দুই বছরের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়েছে।

সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্যাম্পাস ও এর আশপাশের ৮৭টি কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা হয়।এই ইউনিটের অধীন বিভিন্ন বিভাগের এক হাজার ৭৪৫টি আসনের বিপরীতে এবার পরীক্ষা দিয়েছেন ৯০ হাজার ৪২৭ জন।গত কয়েক বছরের মত এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার হলে মোবাইল ফোন বা যোগাযোগ করা যায় এমন ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ ছিল নিষিদ্ধ।পরীক্ষার হলে অনিয়ম ও জালিয়াতিসহ যে কোনো অপরাধের তাৎক্ষণিক শাস্তি দিতে মোবাইল কোর্টের ব্যবস্থাও ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here