ট্রাম্পের নির্বাচনী বাগাড়ম্বর বিপজ্জনক : ওবামা

0
281

হিরোশিমা সফরকালে আণবিক বোমার জন্য ক্ষমা চাইবেন না ওবামা

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গেলে তা মেনে না নেয়ার আভাস দেয়ায় রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ট্রাম্প হেরে গেলে এবং ভোটের ফল মেনে না নিলে তা হবে বিপজ্জনক।বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়,গতকাল বৃহস্পতিবার ফ্লোরিডার মায়ামিতে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের পক্ষে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্পের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেন ওবামা।স্থানীয় সময় বুধবার লাসভেগাসে অনুষ্ঠিত নির্বাচনের তৃতীয় ও শেষ বিতর্কে ট্রাম্প নির্বাচনের ফল মেনে নেয়া নিয়ে কিছুটা রহস্য রেখে দেন। নির্বাচনের ফলাফল হিলারি ক্লিনটনের পক্ষে গেলে তিনি ফলাফল মেনে নেবেন কি না অনুষ্ঠানের সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নির্বাচনের ফল দেখেই সিদ্ধান্ত নেবেন।ট্রাম্প বলেন, এ বিষয়ে কিছুটা রহস্য রাখতে চান তিনি। এখুনি সব বলে দিতে চান না। এই মন্তব্যের পরই আলোড়ন শুরু হয়।পরে তিনি ‘সুস্পষ্ট’ ফল মেনে নেবেন বলে উল্লেখ করলেও চ্যালেঞ্জের বিষয়টি উড়িয়ে দেননি।ওহাইও অঙ্গরাজ্যে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, জিতে গেলে ঐতিহাসিক এই নির্বাচনের ফল তিনি মেনে নেবেন। কিন্তু ফলাফল প্রশ্নবিদ্ধ হলে তিনি আইনি ব্যবস্থাও নিতে পারেন।নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা।তিনি বলেন, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা মানে গণতন্ত্রকে হেয় করা।

তিনি বলেন, ট্রাম্প যুক্তরাষ্ট্রের নির্বাচনের বৈধতা নিয়ে জনগণের মনে সন্দেহের বীজ বুনে দেশের শত্রুদের হাতকে শক্তিশালী করেছেন। স্থানীয় সময় বুধবার রাতের শেষ বিতর্কে কোনো প্রমাণ ছাড়াই নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন ট্রাম্প। ওবামা বলেন, মার্কিন ইতিহাসে ট্রাম্প সংখ্যাগরিষ্ঠ দলের প্রথম প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুললেন। এটাকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই।ট্রাম্পের বক্তব্যে ক্ষুব্ধ ওবামা বলেন, যুক্তরাষ্ট্রের মতো একটি বড় দেশে নির্বাচনে কারচুপি করার কোনো সুযোগ নেই।মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামাও ট্রাম্পের ভোট কারচুপির ফাঁদে পা না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন। মায়ামির ওই সমাবেশে মিশেল বলেন, ট্রাম্প ভোটারদের হতাশ করার চেষ্টা করছেন। তিনি বোঝাতে চাইছেন, তাদের ভোট কোনো কাজে লাগবে না।মিশেল ভোটারদের এ ব্যাপারে সতর্ক থাকতে বলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here