জঙ্গির সঙ্গী ও পৃষ্ঠপোষকদেরও বিচার করতে হবে : তথ্যমন্ত্রী

0
255

inu_doinikbartaতথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বাংলাদেশ জঙ্গিমুক্ত করতে হলে জঙ্গি দমনের পাশাপাশি জঙ্গির সঙ্গী ও পৃষ্ঠপোষকদের বর্জন, বিচার ও বিদায় জানাতে হবে৷ জঙ্গি নির্মূলের পাশাপাশি আইনি কাঠামো তৈরি করে খালেদা জিয়া ও সব জঙ্গির সঙ্গী পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনার দাবি জানান তিনি৷শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ের কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় কমিটির এক সভায় মন্ত্রী এ কথা বলেন৷

কমিটির সভায় হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্রের টুপি পরে বিএনপি ও খালেদা জিয়া লাগাতারভাবে রাজাকারের সঙ্গী, যুদ্ধাপরাধীদের সঙ্গী ও তেঁতুল হুজুরের সঙ্গী হয়েছেন৷ জঙ্গি তান্ডব উসকে দিয়েছেন, সন্ত্রাসীদের রক্ষা ও টিকিয়ে রাখার চেষ্টা চালিয়েছেন৷জঙ্গি আর খালেদা জিয়া আলাদা নয় মনত্মব্য করে বলেন, খালেদা জিয়া বারবার প্রমাণ করেছেন, তিনি বাংলাদেশের শত্রু৷ তিনি বিভিন্ন খুনি, সামপ্রদায়িক চক্র, বিদেশি দালালচক্র, জঙ্গিচক্রের বন্ধু ও মিত্র হয়ে বাংলাদেশের রাজনীতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন৷

সভায় জাসদের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, সামরিক হসত্মক্ষেপ যেমন আইন করে বন্ধ করা হয়েছে, তেমনি জঙ্গি ও জঙ্গির সঙ্গীদেরও আইন করে নির্মূল করতে হবে৷জাতীয় কমিটির সভা মনে করে, জঙ্গিবাদের রাজনৈতিক পৃষ্ঠপোষক শক্তিসমূহকে গণতন্ত্রের দোহাই দিয়ে নিরাপদে পুষে রাখা হলে, জঙ্গিবাদ উত্‍পাদন-পুনরুত্‍পাদন বন্ধ সম্ভব নয়৷ এই শক্তিকে বর্জন করার পাশাপাশি বিচারের আওতায় আনার জন্য আইনি কাঠামো গড়ে তোলা দরকার৷সভায় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, মহানগর কমিটির সভাপতি মীর হোসাইন আখতার, জাসদের কার্যকরী সভাপতি রবিউল আলম প্রমুখ বক্তব্য দেন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here