সিরিয়া যুদ্ধের সমাপ্তি টানতে সুইজারল্যান্ডে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হতে যাচ্ছে। এ মাসে যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা স্থগিত করার পর এই প্রথম সিরিয়া প্রসঙ্গে আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভের সঙ্গে বৈঠক করবেন। জাতিসংঘের রাশিয়ার দূত ভিটালি চুরকিন জানান, এই আলোচনার উদ্দেশ্য যে রাষ্ট্রগুলো সিরিয়ার অস্ত্রবিরতিতে বিরোধী দলগুলোর হস্তক্ষেপ চান তাদের সমর্থন পাওয়া।
কেরি এবং লাভরভের এই বৈঠকে তুরস্ক, সৌদি আরব ও কাতারের কূটনীতিবিদরাও অংশগ্রহণ করবেন। এই দেশগুলো সিরিয়ার বিরোধী দলগুলোকে মদদ দিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে। ইরান সিরিয়া সরকারের সমর্থক হলেও সেখানকার কূটনীতিকরাও এ আলোচনায় অংশ নেবেন বলে জানা গেছে। লাভরভ বলেন, কেরি ও অন্য সকল পক্ষ ৯ সেপ্তেম্বরের অস্ত্রবিরতি কার্যকর করতে ব্যর্থ হয়েছেন কারণ বিদ্রোহী ও বিরোধী দলগুলোর সঙ্গে আল-কায়েদা প্রভাবিত আল-নুসরা ফ্রন্টের পার্থক্য করতে পারেননি প্রেসিডেন্ট আসাদ ও অন্যান্যরা।
গত মাসে অস্ত্রবিরতি লঙ্ঘিত হওয়ার পড় যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনা বন্ধ করে দেয় এবং তাতে যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের অবনতি ঘটে। শুক্রবার এই বৈঠক সম্পর্কে লাভরভ সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি নির্দিষ্ট কোন প্রত্যাশা রাখছি না। আমরা তো এতদিনেও অপরপক্ষকে চুক্তি বাস্তবায়িত করার মতো কোন কার্যকর পদক্ষেপ নিতে দেখিনি।’