মাদকের টাকা না দেয়ায় খুন, গাজীপুরে নিখোঁজের একসপ্তাহ পর বন থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার ॥

0
284

gazipur-2-14-october-2016-murder-1

গাজীপুরে নিখোঁজের একসপ্তাহ পর গজারী বন থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মাদক কেনার টাকা না দেয়ায় তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘাতক তিন যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- গাজীপুর সদর উপজেলার পিঙ্গাইল পূর্বপাড়া এলাকার ফটিক চন্দ্র বর্মনের ছেলে লিটন চন্দ্র বর্মন (১৯), একই উপজেলার ভবানীপুর এলাকার নয়ন বর্মনের ছেলে প্রদীপ বর্মণ (১৯) এবং কাপাসিয়া উপজেলার চকবড়হর নতুন বাজার এলাকার অতুল বাবুর ছেলে প্রদীপ বাবু (১৯)।

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ শুক্রবার দুপুরে এক প্রেসবিফ্রিংয়ে জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা গ্রামের কিংশুক বিথী এলাকার বাড়িতে সপরিবাওে বসবাস করতেন কুমিল্লার লাকসাম থানার রামারবাগ এলাকার হাসানুজ্জামানের ছেলে মনিরুজামান (৪৩)। তিনি গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মুদি ব্যবসা করতেন। মুদি ব্যবসার পাশাপাশি গাজীপুর সদর উপজেলার পিঙ্গাইল এলাকার রাজেন্দ্র ইকো রিসোর্টে খাবার ও স্টেশনারি মালামাল সরবরাহের ব্যবসাও করতেন। গত ৬ অক্টোবর সন্ধ্যার পর ওই রিসোর্ট থেকে ফেরার পথে তিনি নিখোঁজ হন। পরে তার ভাই কাওসার আহম্মেদের আবেদনের প্রেক্ষিতে নিখোঁজ মনিরুজ্জামানের ব্যবহৃত মোবাইল ফোনের সূত্রধরে বৃহস্পতিবার গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ ওই তিন যুবককে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকারোক্তিমূলক জাবানবন্দি দেয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পিঙ্গাইল এলাকার ওই রিসোর্টের পাশের অর্কিড বাগান সংলগ্ন গজারী বন থেকে মনিরুজ্জামানের লাশ উদ্ধার করা হয়। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও বাইসাইকেল উদ্ধার করেছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর মোহাম্মদ জানান, গ্রেফতারকৃতরা মাদক কেনার জন্য ওই ব্যবসায়ীর কাছে টাকা দাবী করে। কিন্তু টাকা না দেয়ায় ওই রাতে ফেরার পথে তাকে বনে নিয়ে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে বলে গ্রেফতারকৃতরা পুলিশকে জানিয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও ছিনতাইসহ নানা অভিযোগ রয়েছে।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here