বৃহত্তর ময়মনসিংহ সমিতির প্রথম সভা

0
211

scan

বৃহত্তর ময়মনসিংহ সমিতির নব নির্বাচিত কমিটির প্রথম সভা বৃহস্পতিবার রাতে ঢাকাস্থ গুলশান-২ এর ইউনিমার্ট ভবনে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমিতির নব নির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ সভায় সভা সভাপতিত্ব করেন। সমিতির মহাসচিব গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সমিতির নব নির্বাচিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ জানান, বৃহত্তর ময়মনসিংহ সমিতির অভিভাবক রাষ্ট্রপতি আবদুল হামিদকে বঙ্গবভনে গিয়ে সমিতির নিজস্ব ভূমিতে প্রস্তাবিত বহুতল ভবনের নকশা দেখানো হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে ভবনটির ভিত্তপ্রস্তর স্থাপনের অনুরোধে রাষ্ট্রপতি সম্মত হয়েছেন। এক বছরের মধ্যে সমিতির বহুতল ভবনটির নির্মাণ কাজ শেষ হবে।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ঢাকার আইডিইবি ভবনে সমিতির ৭০০ জন সদস্যের উপস্থিতিতে বৃহত্তর ময়মননিসিংহ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব আবুল কালাম আজাদ সভাপতি, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ সাধারণ সম্পাদক এবং ৬ জেলা হতে ৯ জনকে সহসভাপতি, ৯ জনকে যুগ্ম সচিব এবং ৯ জন সাংগঠনিক সচিব ও অন্যান্য সচিব সহ ১০১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ নির্বাচিত হন। বৃহস্পতিবার সমিতির প্রথম সভায় নির্বাচিত সকল সদস্যের পরিচিতি অনুষ্ঠিত হয়।

মোস্তাফিজুর রহমান টিটু, স্টাফ রিপোর্টার, গাজীপুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here