বব ডিলানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

0
188

%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2-%e0%a6%aa%e0%a7%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%ac%e0%a6%be

আমেরিকান কিংবদন্তি সঙ্গীত শিল্পী বব ডিলান মর্যাদাপূর্ণ নোবেল সাহিত্য পুরস্কার পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার এক অভিনন্দন বার্তায় ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বব ডিলানের সমর্থনের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী।

সুইডিশ অ্যাকাডেমি বৃহস্পতিবার জানিয়েছে, আমেরিকার সংগীত-ঐতিহ্যে ‘নতুন কাব্যিক অভিব্যক্তি সৃষ্টির জন্য’ বব ডিলানকে (৭৫) নোবেল সাহিত্য পুরস্কারে সম্মানিত করা হলো। উল্লেখ্য বব ডিলান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রাখেন। তিনি মুক্তিযুদ্ধে বাস্তুচ্যুত শরণার্থীদের বিশ্বের সামনে তুলে ধরতে এবং টাকা ও ওষুধ সরবরাহ করার লক্ষ্যে ১৯৭১ সালে ১ আগস্ট নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জর্জ হ্যারিসন এবং সেতার বাদক রবি শংকরকে নিয়ে একটি কনসার্টের আয়োজন করেন। সেদিন ৪০ হাজার মানুষের সামনে বিকেলে ও সন্ধ্যায় দু’টি কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে আরও যে সব তারকা শিল্পীরা সংগীত পরিবেশন করেছিলেন তারা হলেন- জর্জ হ্যারিসন, এরিক ক্ল্যাপটন, রবি শংকর, লিয়ন রাসেল, রিংগো স্টার, বিলি প্রিস্টন, আলী আকবর খান, আল্লা রাখা, ক্লস ভুরম্যান এবং বেডফিঙ্গার। সূত্র: বাসস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here