প্রধানমন্ত্রীর কার্যালয়ের টাইগার গেটে এসে নামলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ঘড়ির কাঁটায় তখন ঠিক বেলা ২টা ৫৮ মিনিট। আগে থেকেই অপেক্ষায় ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করমর্দনে কুশল বিনিময়। ফুল দিয়ে শুভেচ্ছা জানানো। এরপর লালগালিচা পাতা পথ ধরে দুই নেতার এগিয়ে যাওয়া। উন্নয়নের দুই অংশীদারের নতুন পথ চলার সূচনা হয়ত এখানেই নয়, আরও কিছুক্ষণ পরে। যা চূড়ান্ত হবে একান্ত বৈঠকে, দ্বি-পাক্ষিক আলোচনায় আর চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে। তবে লাল গালিচার পথ ধরে এই এগিয়ে যাওয়া সেদিকেই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগেই বলেছেন, দীর্ঘ পরীক্ষিত বন্ধুর সঙ্গে দীর্ঘস্থায়ী সুসম্পর্ক স্থাপনের কথা। আর ঢাকার সড়কে সড়কে দেওয়া ব্যানারে এই সম্পর্ককে চিরদিনের বলেই উল্লেখ করা হয়েছে। বাংলাদেশের জন্য এ পর্যন্ত সর্বোচ্চ অংকের অর্থসহায়তার বার্তা নিয়ে এসেছেন জিনপিং। এই সফরে স্বাক্ষরিত হবে ডজন দুয়েক সহায়তা চুক্তি, সমঝোতা স্বাক্ষর। বিকাল তিনটায় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি প্রথমে একান্ত বৈঠক ও পরে দ্বিপাক্ষিক আলোচনায় বসেন। বৈঠক শেষে দু’দেশের মধ্যে প্রায় ২৫টি চুক্তি ও সমঝোতা স্বাক্ষর হবে।
বিকালে হোটেল লা মেরিডিয়ানে জাতীয় সংসদের স্পীকার শিরীন শারমিন চৌধুরী এবং পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাক্ষাত করবেন চীনা প্রেসিডেন্টের সঙ্গে। সন্ধ্যা ছয়টায় তিনি যাবেন বঙ্গভবনে। প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে বৈঠকের পর যোগ দেবেন রাষ্ট্রীয় ভোজসভায়।
শনিবার সকাল ৮টা ২০ মিনিটে যাবেন সাভারে। জাতীয় স্মৃতিসৌধে স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। সকাল দশটায় বিশেষ বিমানযোগে ভারতের গোয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন চীনা প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বিদায় জানাবেন। শি জিনপিং এর সফরে মন্ত্রী, সরকারি কর্মকর্তা, নিরাপত্তা কর্মী, ব্যবসায়ী ও সাংবাদিকসহ প্রায় দু’শ সফরসঙ্গী রয়েছেন। দুই দেশের মধ্যে সহযোগিতা বিষয়ক বেশ কয়েকটি চুক্তি, সমঝোতা স্মারক সই এবং কয়েকটি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেবেন চীনা প্রেসিডেন্ট। সেখানে চীনের প্রেসিডেন্ট ও বাংলাদেশের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতি দেবেন।