ঢাকায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ত্রিশ বছর পর চীনের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফরে; লাল গালিচা সম্বর্ধনা

0
184

14-10-16-air-port_chaina-president-1

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বাংলাদেশে দু’দিনের রাষ্ট্রীয় সফরে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে তাঁকে লাল গালিচা সম্বর্ধনা দেয়া হয়। গত ৩০ বছরের মধ্যে চীনের কোন রাষ্ট্র প্রধানের এটাই প্রথম বাংলাদেশ সফর। রাষ্ট্রপতি আবদুল হামিদ বিমান বন্দরের ভিভিআইপি টার্মিনালে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানান। ত্রিশ বছর পর প্রথম কোনো চীনা রাষ্ট্রপ্রধান ঢাকা আসছেন আজ। এই সফর হবে সম্পর্ক উন্নয়নের মাইলফলক। পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বলছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের মধ্যদিয়ে দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে পৌছাবে।মাহমুদ আলী মনে করেন এই সফর ঢাকা ও নয়াদিল্লি সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। চীনা প্রেসিডেন্টের ঢাকা সফরের আগের দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, সব রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে বিশ্বাস করে।

পরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের অভিজ্ঞ কূটনৈতিক পদক্ষেপের ফলে বাংলাদেশের সাথে বিভিন্ন খাতে বিরাজমান সম্পর্ককে চীন একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়। চীনের প্রেসিডেন্ট এয়ার চায়নার একটি বিশেষ বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছলে একুশবার তোপধ্বনি দেয়া হয়। এ সময় এক কিশোরী চীনের প্রেসিডেন্টকে ফুলের তোড়া উপহার দেয়। চীনের প্রেসিডেন্টকে বহনকারি বিমানটি বাংলাদেশ আকাশ সীমায় প্রবেশের সাথে সাথে বাংলাদেশ বিমান বাহিনীর ৪টি জেট বিমান তাঁর বিমানটিকে এসকর্ট করে নিয়ে আসে। এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল চীনের প্রেসিডেন্টকে গার্ড অব অনার প্রদান করে। চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সালাম গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন। এ সময় দু’দেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অভ্যর্থনা অনুষ্ঠানে মন্ত্রীবগ ও পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে কঠোর নিরাপত্তায় মোটর শোভাযাত্রা সহকারে চীনা প্রেসিডেন্টকে হোটেল লা মেরিডিয়ানে নিয়ে যাওয়া হয়। জিনপিং তাঁর ২৩ ঘন্টার সফরকালে আজ বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির দেয়া নৈশভোজে যোগ দেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here