‘মুদ্র পাচার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় সোনালী ব্যাংক যুক্তরাজ্য (ইউকে) শাখাকে জরিমানা পরিশোধ করতে হবে : অর্থমন্ত্রী

0
0

মুহিত

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘মুদ্র পাচার নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় বাংলাদেশের সোনালী ব্যাংক যুক্তরাজ্য (ইউকে) শাখাকে ৩৩ লাখ পাউন্ড জরিমানা করা হয়েছে। জরিমানার এ অর্থ অবশ্যই পরিশোধ করতে হবে। কারণ তারা যে অভিযোগে এ জরিমানা করেছে তাতে আমাদের কিচু করার নেই।’

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তিনি কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি আজ পত্রিকার মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। এমন ঘটনা দুঃখজনক। বিষয়টি আমি ভালোভাবে খোঁজ নিয়ে দেখবো। এর আগে তারা কোর্টে গিয়েছে সেখান থেকে ফলপ্রসূ কোনো সাড়া পাওয়া যায়নি। জরিমানার টাকা দিতেই হবে। যুক্তরাজ্য শাখা সোনালী ব্যাংকে যে বোর্ড আছে সেখানে ওই দেশের লোকও আছে। সুতরাং দায় শুধু আমাদের একার নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here