বাংলাদেশ-চীন বন্ধুত্বে ভারতের ঈর্ষা করার কিছু নেই: চীন

0
0

%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9a%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%ad

বেইজিং-ঢাকার ক্রমবর্ধমান বন্ধুত্বে নয়াদিল্লির ‘ঈর্ষান্বিত’ হওয়ার কোনো কারণ নেই। তবে ভারত এর সুযোগ নিয়ে ব্রিকস সম্মেলনে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে পারে – এমনটাই বলেছে চীনের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম গ্লোবাল টাইমস।

বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ট্যাবলয়েড দৈনিকটি জানায়, ভারতের গোয়াতে ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদানের একদিন আগে ১৪ অক্টোবর বাংলাদেশ সফরে আসবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশের সঙ্গে চীনের বন্ধুত্ব ভারতের মধ্যেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার উপলব্ধি তৈরি করবে।

হিন্দুস্তান টাইমস জানায়, কঠোর ভাষার গ্লোবাল টাইমস লিখেছে, ‘বেইজিং এবং ঢাকার বাড়তে থাকা ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে ভারতের ঈর্ষা করার কোনো প্রয়োজন নেই। কেননা বাংলাদেশের স্থানীয় অবকাঠামো এবং সার্বিক অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়ন হলে দেশটির সঙ্গে ভারত, চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারের সংযোগে সুবিধাজনক পরিস্থিতি তৈরি হবে।’

অবশ্য চীন-বাংলাদেশ সম্পর্ক ঘনিষ্ঠতর হওয়া যদি ভারতের ওপর একটু চাপ সৃষ্টি করে, তা খুব একটা খারাপ ব্যাপার নয় বলেও উল্লেখ করেছে পত্রিকাটি। তাদের যুক্তি হলো, এতে দিল্লি এই অঞ্চলে কাজ করার ক্ষেত্রে নিজের কৌশলগুলো পুনর্বিবেচনা করবে। পাশাপাশি আসন্ন ব্রিকস সম্মেলনে প্রেসিডেন্ট জিনপিং এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে দু’দেশের সম্পর্কের উন্নয়নেও ভারত উৎসাহিত হবে।

বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান এবং মালদ্বীপের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা থাকলেও চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সংশ্লিষ্ট এই গ্লোবাল টাইমস পত্রিকা দাবি করেছে এমন কোনো সম্পর্কের অস্তিত্ব আর নেই।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, ভারতের একটা ভুল ধারণা রয়েছে যে, চীন দক্ষিণ এশীয় কর্মকাণ্ডে নিজের আধিপত্য বিস্তার করতে চায় এবং বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমার প্রভৃতি দেশের সঙ্গে ভালো সম্পর্ক করে এই অঞ্চলে ভারতের ক্ষমতার উর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে চায়।

‘কোনো কোনো ভারতীয় নিজেদেরকে বড় করে দেখছেন এই ভেবে, চীনের ‘এক অঞ্চল, এক পথ’ কৌশলটি ভারতের প্রভাবকে নিয়ন্ত্রণে রাখতে নেয়া হয়েছে,’ জানায় গ্লোবাল টাইমস, ‘বাস্তবে উদ্যোগটি ৬৫টি দেশের ৪শ’ কোটি মানুষের জন্য গৃহীত হয়েছে। এটি শুধু দক্ষিণ এশীয় উপমহাদেশে চীনের ক্ষমতা বিস্তারের জন্য নয়। এটি একটি উন্মুক্ত উদ্যোগ, যেখানে বহু দেশ একসঙ্গে অংশ নিতে পারবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here