জাপানে বুধবার বিদ্যুৎ কেন্দ্রে আগুনের ঘটনায় রাজধানী টোকিওতে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দেয়। কিছু বড় বড় অফিস ও সরকারি ভবনসহ প্রায় সাড়ে তিন লাখ ঘরবাড়ি সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এদিকে ওই ঘটনায় দু’টি ট্রেন লাইনও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কর্মকর্তারা জানান, টোকিও ইলেক্ট্রিক পাওয়ার কোম্পানির একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে যাওয়ায় এ বিপর্যয় দেখা দেয় বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। টেলিভিশনের ভিডিও টেজে টোকিও’র উত্তরে নিজা নগরীতে ওই কোম্পানি পরিচালিত ভূগর্ভস্থ বিদ্যুৎ কেন্দ্রের উপরে ধোঁয়ার কুন্ডলি উড়তে দেখা যায়। এ ঘটনায় টোকিওর প্রায় সাড়ে তিন লাখ ঘরবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে বিদ্যুৎ দ্রুত ফিরে আসে। এতে কেউ আহত হয়নি।