জাতিসংঘের মহাসচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন গুতেরেস

0
196

antonio-guterresজাতিসংঘ সাধারণ পরিষদ বৃহস্পতিবার সংস্থার নতুন মহাসচিব হিসেবে অ্যান্টোনিও গুতেরেসকে নিয়োগ দিতে যাচ্ছে। তবে পুর্তগালের সাবেক এ প্রধানমন্ত্রী ও জাতিসংঘের শরণার্থী প্রধান আগামী পহেলা জানুয়ারির আগ পর্যন্ত বান কি-মুনের কাছ থেকে মহাসচিবের দায়িত্ব নিচ্ছেন না।  এদিকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে দায়িত্ব নিতে যাওয়ায় তাকে ঘিরে ইতোমধ্যে সকলের মাঝে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। জাতিসংঘের কূটনীতিকরা বলেন, তাদের প্রত্যাশা গুতেরেস জাতিসংঘের আমূল পরিবর্তন ঘটাবেন এবং তিনি বানের চেয়ে আরো বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

ফরাসি রাষ্ট্রদূত ফ্রাঙ্ককোইস দেলাত্রি বর্তমান বৈশ্বিক ঝড়ো পরিস্থিতিতে গুতেরেসকে ‘সম্ভাব্য সর্বোত্তম দিশারী’ হিসেবে তুলে ধরেন। সংস্কারবাদী হিসেবে তার অনেক প্রশংসাও করেন তিনি। বিট্রিশ রাষ্ট্রদূত ম্যাথিউ রিক্রফট বলেন, ‘১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পুর্তগালের প্রধানমন্ত্রী এবং ২০০৫ থেকে ২০১৫ সালের ডিসেম্বর পর্যন্ত শরণার্থী বিষয়ক জাতিসংঘ হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে গুতেরেস এটা বুঝিয়ে দিয়েছেন যে তিনি একজন সংস্কারবাদী।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here