রাজধানীর বনানী ডিওএইচএসের একটি ভবন থেকে ইডেন কলেজের সাবেক উপাধ্যক্ষ আলী হোসেন মালিকের (৬৮) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে বনানী ডিওএইচএসের ৫৩/এ নম্বর ভবনের চার তলার একটি কক্ষ থেকে হাত ও বুকে ছুরিকাঘাত করা এবং হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। ভাসানটেক থানার ওসি নজরুল ইসলাম জানান, অবসরপ্রাপ্ত এ কলেজ শিক্ষক ভবনটির ম্যানেজার হিসেবে কাজ করতেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে বলে ওসি জানান।