চীনে ২ বিলিয়ন ডলারের পণ্য রফতানি করবে বাংলাদেশ: বাণিজ্যমন্ত্রী

0
257

tofael_a_77798

আগামী দুই থেকে তিন বছরের মধ্যে চীনে ২ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করবে বাংলাদেশ। এ লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি চীনের সঙ্গে বাণিজ্য বাড়াতে ও ঘাটতি কমিয়ে নিজেদের সক্ষমতা বাড়ানোরও পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। রোববার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য জানান।

ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) উদ্যোগে আয়োজিত গোলটেবিল আলোচনায় সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, অর্থনীতিবিদ ড. সাদিক আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়জুর রহমান, সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সিনিয়র রিসার্চ ফেলো ড. মোয়াজ্জেম হোসেন, বিএনপি নেতা লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান এবং ইআরএফ সেক্রেটারি জেনারেল জিয়াউর রহমান প্রমুখ অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইআরএফ সভাপতি সাইফ ইসলাম দিলাল। বাণিজ্যমন্ত্রী বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অনেক উচু মাত্রায়। চীনের সঙ্গে ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের যে সম্পর্কই থাকুক, তাতে বাংলাদেশ-চীন সম্পর্কে প্রভাব পড়বে না। দুই দেশের মধ্যে রাজনীতি, পথ ও মতের ভিন্নতা থাকতে পারে, তবে অর্থনীতিতে এক হতে পারলে উভয় দেশ লাভবান হবে।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ভারতের মতো চীনের সঙ্গেও বাংলাদেশের বাণিজ্যঘাটতি রয়েছে। কিন্তু ভারতেরটা নিয়ে যত আলোচনা হয়, চীনেরটা নিয়ে তত আলোচনা হয় না। যদিও এই দুই দেশথেকে বেশি আমদানি করে বাংলাদেশই লাভবান হচ্ছে। বৈঠকে তিনি আরও বলেন, চীনে বাংলাদেশের রপ্তানি বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে চীনে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২৫ শতাংশ। যেখানে দেশের মোট রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৪ শতাংশ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন, সে সময় বেশ কিছু সমঝোতা স্মারক সই হবে। ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। ইতিমধ্যে ২০টির কাজ শুরু হয়েছে। যার মধ্যে একটি চীনকে দেওয়া হবে।

তবে চীন বাংলাদেশে যেসব প্রকল্পে অর্থায়ন করে, সেগুলোর ক্ষেত্রে একটি অসুবিধার দিক আছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। যেমন শর্ত দেওয়া হয় চীনের প্রকল্পগুলোতে টেন্ডার দেওয়া যাবে না। এ বিষয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রায় প্রশ্ন তোলেন বলে জানান তিনি। গোলটেবিল বৈঠকে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া বলেন, বাংলাদেশকে অনেকে খাটো করে দেখে। যেমন পদ্মা সেতুর অর্থায়ন বন্ধ করে দেয় বিশ্বব্যাংক। প্রধানমন্ত্রীর দৃঢ়তায় এবং চীনের সহযোগিতায় আজ পদ্মা সেতু হচ্ছে। এ ছাড়া সমুদ্র অর্থনীতিতেও ( ব্লু ইকোনমি) চীনের সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।

গোলটেবিল বৈঠকে সভা পরিচালনা করেন ইআরএফের সভাপতি সাইফুল ইসলাম দিলাল। প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।গোলাম মোয়াজ্জেম বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের যে হারে বাণিজ্য বাড়ছে, সে হারে বিনিয়োগ বাড়ছে না। তবে আশার কথা এই যে সম্প্রতি চীন থেকে যতটুকু বিনিয়োগ বাড়ছে, তা উৎপাদনশীল খাতেই বাড়ছে। যোগাযোগ সম্পৃক্ততা বাড়াতে চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড নীতি পরিকল্পনা আছে। এ পরিকল্পনাতে বাংলাদেশ আছে কি না, তা স্পষ্ট নয়। তবে কলকাতা আছে। বাংলাদেশের মংলা অথবা পায়রা বন্দরকে চীনের এ নীতিতে সম্পৃক্ত করতে সরকারি পর্যায়ে চেষ্টা করা প্রয়োজন বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here