লোগো-জার্সি উন্মোচন করে ‘রাজশাহী কিংস’র যাত্রা শুরু

0
776

%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b9%e0%a7%80-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b8

এক মৌসুম পর আবারও বিপিএলে ফিরলো রাজশাহী। এবার রাজশাহী কিংস এর সাথে যোগ দিলো চ্যানেল আই। জমকালো অনুষ্ঠানে ‘চ্যানেল আই প্রেজেন্টস রাজশাহী কিংস’ এর যাত্রা শুরু হলো লগো ও জার্সি উন্মোচন করে। সব শ্রেণীর মানুষের অংশগ্রহনে ‘তারুণ্যের-জয়গানে’ ক্রিকেটে থাকতে চায় পদ্মাপাড়ের ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএল ক্রিকেটে শুরু থেকেই জড়িয়ে আছে চ্যানেল আই। প্রথম দুই মৌসুমে ছিলো তখনকার ফ্র্যাঞ্চাইজি দুরন্ত রাজশাহীর পার্টনার। এবছর আসন্ন বিপিএলে সিজন ফোরে আবারও রাজশাহী, আবারও চ্যানেল আই। ঘরোয়া ক্রিকেটে নতুন যাত্রা- চ্যানেল আই প্রেজেন্টস রাজশাহী কিংস।

প্রায় চার সপ্তাহ আগেই ফ্র্যাঞ্চাইজির অফিশিয়াল লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। ফ্রাঞ্চাইজির অফিশিয়াল থিম সংগে প্রধান কণ্ঠ জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ এর। রাজশাহী কিংস এবং চ্যানেল আইয়ের নতুন পথচলায় নতুন স্বপ্ন দেখছেন পেছনের কারিগররা। তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, রাজশাহী কিংসকে সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন এবং রাজশাহী কিংসকে বিজয়ী করবেন। রাজশাহী কিংসের অন্যতম প্রধান স্বত্বাধিকারী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, আমরা কাছে এটা তরুণদের একসঙ্গে করার চেষ্টা। রাজশাহীর তরুণ সমাজ এটির সঙ্গে সম্পৃক্ত হবে নিজের মাটিকে ভালোবাসতে শিখবে।

চ্যানেল আই প্রেজেন্টস রাজশাহী কিংসের অধিনায়কত্ব করবেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার ড্যারেন স্যামি। আর আইকন ক্রিকেটার হিসেবে রাজশাহী পেয়েছে নিজেদের ঘরের ছেলে জাতীয় দলের অলরাউন্ডার সাব্বির রহমান রুম্মানকে। রাজশাহী কিংসর আইকন সাব্বির রহমান বলেন, রাজশাহীর ছেলে রাজশাহীর হয়ে খেলছি, আমিও নিজেও চেয়েছি রাজশাহীর হয়ে খেলতে। প্রথমবার বিপিএলে খেলতে সুযোগ পাওয়া মেহেদী হাসান মিরাজ বলেন, অনেক বড় স্বপ্ন ছিলো বিপিএল খেলার। খেলতে পারছি রাজশাহীর হয়ে। তাই নিজেকে ভাগ্যবান মনে করছি। এবং প্রথমবছর হিসেবে আমি চেষ্টা করবো নিজের সেরাটা দেয়ার জন্য।

নতুন আসরের নতুন পথচলায় চ্যানেল আই প্রেজেন্টেস রাজশাহী কিংসের জন্য শুভকামনা জানিয়েছেন বিশিষ্ঠজনেরা। ৪ নভেম্বর মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের চতুর্থ আসর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here