খাদিজার উপর হামলাকারীর যাতে দ্রুত বিচার হয় সে ব্যবস্থা নেয়া হবে-পাবনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

0
139

pabnaগুলশান হামলার পলাতক জঙ্গিদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পলাতক জঙ্গি সহ সবকিছুই আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারীতে রয়েছে। জঙ্গিরা এখন আর হঠাৎ করেই কোনো ধরনের হত্যাকান্ড, হামলা বা অপরাধ সংগঠিত করতে পারবে-এমন পরিবেশ আর নেই। দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, তারা সন্ত্রাসীদের পছন্দ করেনা। জঙ্গিবাদ প্রতিরোধে মানুষ যেভাবে এগিয়ে এসেছে সেকারণে দেশের পরিস্থিতি আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

আজ দুপুরে পাবনার বেড়ায় নবনির্মিত মডেল থানা ভবন উদ্বোধনের পর সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী একথা বলেন।
সিলেটের খাদিজার উপর হামলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা অপরাধ করেন তারা সবাই অপরাধী। তাই অপরাধী যে দলেরই হোক বা যত প্রভাবশালীই হোক না কেন প্রধানমন্ত্রী কাউকে ছাড় দেননা। খাদিজার উপর হামলায় দেশবাসী বিস্মিত হয়েছে। যে অপরাধী সে অপরাধ স্বীকার করেছে। তার বিচার যাতে দ্রুত হয় সে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে তিনি বেড়া মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন, থানা চত্বরে বৃক্ষরোপন করেন। পরে মন্ত্রী থানা চত্বরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পাবনার পুলিশ সুপার আলমগীর কবিরের সভাপতিত্বে সমাবেশে ভারপ্রাপ্ত আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, রাজশাহী রেঞ্জের ডিআইজি খুরশিদ হোসেন, জেলা প্রশাসক রেখা রানী বালো উপস্থিত ছিলেন।

পাবনা প্রতিনিধি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here