হারিকেন ম্যাথিও :হাইতিতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত

0
332

%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8-%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%93-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%87%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87

হাইতিতে শক্তিশালী হারিকেনের আঘাতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা দুর্গত এলাকায় পৌঁছাতে হিমশিম খাচ্ছেন।হারিকেন ম্যাথিওয়ের আঘাতে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া কয়েকজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে। এটি এখন কিউবার উত্তর-পূর্বাঞ্চলের উপকূল হয়ে ফ্লোরিডার দিকে অগ্রসর হচ্ছে। ফ্লোরিডায় ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে।দক্ষিণ ক্যারোলাইনা ১০ লাখেরও বেশি মানুষকে অপসারণ শুরু করেছে।

চার ক্যাটাগরির ঝড়ে পরিণত হওয়া ম্যাথিও চলতি সপ্তাহের শেষে যুক্তরাষ্ট্রের পূর্ব-উপকূলে আঘাত হানতে পারে বলে আশংকা করা হচ্ছে।কিউবাতেও হারিকেন আঘাত হেনেছে। তবে প্রাথমিক খবরে জানা গেছে, হাইতির চেয়ে কিউবায় কম ক্ষতি হয়েছে। হারিকেনের প্রভাবে হাইতিতে ২৩০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যায় এবং প্রবল বৃষ্টিপাত ও উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়।হাইতিতে কমপক্ষে ১০ হাজার মানুষকে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। হাসপাতালগুলোতে ভীড় বেশি হওয়ায় খাবার পানির ঘাটতি দেখা দিচ্ছে।ঝড়ের কারণে রাস্তাঘাটে গাছপালা ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে জরুরী সহায়তা প্রচেষ্টা ব্যাহত হচ্ছে।একটি সেতু ভেঙে পড়ায় রাজধানী পোর্ট-অ-প্রিন্সের সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।হাইতি বিশ্বের অন্যতম দরিদ্র দেশ এবং অনেক বাসিন্দা বন্যা কবলিত এলাকাগুলোতে বসাবস করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here