দেশের উন্নয়ন ও অগ্রগতি রুখতে জঙ্গি হামলা চালাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
185

05-10-16-bogra_jmb-submission-3স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন,একাত্তরের পরাজিত শক্তি দেশের উন্নয়ন ও অগ্রগতি রুখে দিতেই জঙ্গি হামলা চালাচ্ছে।বুধবার দুপুরে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জঙ্গিবাদ বিরোধি সমাবেশ এবং দু’জঙ্গি সদস্যের আত্মসমর্পন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।র‌্যাব-১২ এর অধিনায়ক ও এ্যাডিশনাল ডিআইজি শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর ও র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন,জঙ্গিরা ইসলাম ধর্মের অপব্যাখা দিয়ে কোমলমতি শিক্ষার্থীসহ তরুণদের পথভ্রষ্ট করছে এবং তরুনদের বিপথগামী করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।তিনি বলেন, তারা বিদেশীদের হত্যা করে আন্তর্জাতিক সহযোগিতার পথ বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে এবং মুসলমান জাতিকে কলঙ্কিত করার চেষ্টা করছে।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে দেশী বিদেশী চক্রান্ত চলছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সন্ত্রাস ও জঙ্গি বাদের বিরুদ্ধে দেশের শান্তিপ্রিয় মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের জীবন দিয়ে জঙ্গীবাদ দমনে সক্ষম হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানিয়েছেন। অন্যথায় আইন-শৃঙ্খলা বাহিনী তাদের খূঁজে বের করবে। যেসব পরিবারের সন্তানরা বিপথগামী হয়েছে তাদেরকে ফিরে আনার জন্য তিনি পরিবারের অভিভাবকদের প্রতি আহবান জানান।তিনি বলেন, ইসলাম ধর্মকে কলঙ্কিত করার পথ থেকে যারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদেরকে আমরা স্বাগত জানাবো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পথভ্রস্টষ্টও বিপথগামীরা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য যোগাযোগ করছে। শীঘ্রই আরো জঙ্গি সদস্যরা আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।তিনি জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, বিনা কারনে রক্তপাত ইসলাম সমর্থন করে না। ইসলাম রক্তঋন পরিশোধে খুনের ধারা বন্ধ করতে বলেছে। শান্তির ব্যানার ব্যবহার করে যারা দেশে অশান্তি করছে সেই শকুনিদের ডানা ও কলিজা ছিড়ে ফেলা হবে।তিনি বলেন, জঙ্গিরা দুএকটি পিস্তল, গ্রেনেড, এ কে ফোর টি রাইফেল নিয়ে আসলে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না। দেশের নিরাপত্তা বাহিনী কতটা শক্তিশালী তা সকলেই দেখেছে।অনুষ্ঠানে বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল হাকিম (২২) ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হাটভরতখালি গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মাহামুদুল হাসান বিজয় (১৭) নামের দুই জঙ্গি সদস্য র‌্যাবের কাছে আত্মসমর্পন করে। এসময় তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ৫ লাখ টাকা করে দুটি চেক প্রদান করা হয়।

দুই জঙ্গি সদস্য আব্দুল হাকিম ও বিজয় উপস্থিত সকলের উদ্যেশ্যে বলেন, আমরা যে পথে ছিলাম সে পথ অন্ধকারের। সে পথে যেন কেউ না আসে। আমরা ভূল পথে যাওয়ার জন্য সকলের কাছে ক্ষমাপ্রার্থী এবং অনুতপ্ত।আইনশৃঙ্খলা বাহিনীর আহ্বানে সাড়া দিয়ে বগুড়ায় আত্মসমর্পণ করে প্রতিশ্যুত অর্থ নিয়েছেন গুলশান হামলাকারীর এক বন্ধুসহ দুই জঙ্গি। দুজনই বলেছেন, জিহাদের কথা বলে অন্ধকারের পথে নেওয়া হয়েছিল তাদের, সে ভুল বুঝতে পারছেন তারা।বুধবার বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আত্মসমর্পণের আনুষ্ঠানিকতা শেষে ‘নব্য জেএমবি’র এই দুই সদস্যের হাতে র‌্যাবের প্রতিশ্র“ত ৫ লাখ টাকার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

এদের একজন হলি আর্টিজান বেকারিতে হামলাকারী খায়রুল ইসলাম পায়েলের ঘনিষ্ঠ বন্ধু আবদুল হাকিম (২২)। তিনি বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের আবদুর রহমানের ছেলে।অন্যজন হলেন- গাইবান্ধার সাঘাটা থানার হাটভরতখালী গ্রামের প্রয়াত সেকান্দার আলীর ছেলে মাহমুদুল হাসান বিজয় (২৩)।অনুষ্ঠানে হাকিম বলেন, আমরা ভুল করে যে পথে গিয়েছিলাম, সেটা ছিল অন্ধকারের পথ। আমাকে তারা ইসলামী জিহাদের কথা বলে উৎসাহিত করেছিল।আমি ভুল বুঝতে পেরে ফিরে এসেছি। আমি জঙ্গিবাদে বিশ্বাস করি না। এ পথ থেকে সবার ফিরে আসা উচিৎ। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় সবার সাড়া দেওয়া উচিৎ।মাহমুদুল বলেন, আমি যেখানে গিয়েছিলাম, তারা শিয়া, হিন্দু ও খ্রিস্টানদের হত্যার কথা বলে। আমি ফিরে এসেছি। আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি যেন দেশের জন্য কাজ করতে পারি সে জন্য দোয়া করবেন।হাকিম আলিম পাসের পর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী। মাহমুদুল বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ছেন।হাকিমের বড় ভাই আব্দুল হালিম এবং মাহমুদুলের মা আকতার জাহানও অনুষ্ঠানে কথা বলেন। তারা নিজেদের সন্তান ও ভাইয়ের কৃতকর্মের জন্য সবার কাছে ক্ষমা চান এবং জঙ্গিবাদে জড়িয়ে পড়া সবাইকে ফিরে আসার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here